বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৫১:১৮

টি-শার্টে ভিডিও গেম!

টি-শার্টে ভিডিও গেম!

এক্সক্লুসিভ ডেস্ক : অনেকেই ভিডিও গেম খেলতে খুব পছন্দ করেন৷ সেটা পিসিতে হোক অথবা মোবাইলফোনে৷ অবসর কিংবা যানজটে একদান খেলে নেওয়া যায় ভিডিও গেম৷ তবে, এবার পিসি কিংবা মোবাইলে নয়, এবার থেকে ভিডিও গেম খেলা যাবে টি-শার্টে৷ এক কথায়, পরিধেয় গেমস৷

কথাটা শুনলে একটু আশ্চর্য হয়ে গেলেন? গেমস আবার পরা যায় নাকি? পরিধেয় বস্ত্রে কম্পিউটারের পরে এবার এল গেমস৷ তাই স্বাভাবিকভাবেই কিছুটা উচ্ছ্বসিত প্রযুক্তিপ্রেমীরা।

লুক্সেমবার্গের মার্ক কারজার ঠিক এমনই এক ধরনের গেমস তৈরি করেছেন। কারজারের দ্য ডাই প্রজেক্টের অধিনে টি-শার্টে গেমটি তৈরি করেছে। শার্ট পরা অবস্থায় গেমটি খেলা যাবে। আবার এর মাধ্যমে গত ৩০ বছরের গেমিং শিল্পের রেকর্ড ভেঙে নুতন যুগের সুচনা করেছে টেটরিস নামের গেসমটি।

১২৮টি এলইডি লাইট ব্যবহার করা হয়েছে এই গেমটি তৈরি করতে। আর এগুলো বসানো হয়েছে টি-শার্টের নিচে (ভেতরের পাশে)। চারটি এএ সাইটের ব্যাটারিতে চলা টি-শার্টের নিচের এই গেমটির অবস্থান দেখলে মনে হবে এটা কোনও টি-শার্ট নয়, হার্ডওয়্যার হাউজ। টি-শার্টের সামনের অংশটা হলো খেলার মাঠ (প্লে ফিল্ড)।

ইউটিউবে গেমটির আপলোড করা হয়েছে। গেমটি ইউটিউবে ছাড়ার পর প্রকৃত গেম প্রেমীদের কারণে দ্রুত খোঁজার তালিকায় উঠে এসেছে গেমটি।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে