এক্সক্লুসিভ ডেস্ক : একাধিক প্রেমের প্রেমিকরা মেয়েদের ছলনাময়ী বললেও প্রেমের সম্পর্কে ধোঁকা দেয়ার দিক থেকে ছেলেরাই বেশি এগিয়ে রয়েছেন। একই সাথে দুই তিনটি প্রেমের সম্পর্ক চালিয়ে যাওয়ার মতো ঘটনাও নেহায়েত কম নয়। সমস্যা হলো যারা এমনটি করেন তাদের দেখলে বোঝা যায় না যে তারা প্রেমের সম্পর্কে ধোঁকা দিতে পারেন।
তাদের ভালো মানুষের মতো ব্যবহার এবং দারুণ ফ্লার্টিং কথাবার্তার ফাঁদে পা দিয়ে ফেলেন মেয়েরা। এ ধরনের মানুষদের চেনারও অনেক পদ্ধতি রয়েছে। যেমন ধরা যাক :
নিজেকে রহস্যময় হিসেবে উপস্থাপন : রহস্যময়তা মেয়েদেরকে অনেক আকর্ষণ করে। তাই এই ধরনের ছেলেরা নিজেকে অনেক রহস্যময় একজন হিসেবেই উপস্থাপন করবেন। আপনাকে সব সময়ে একটি ধাঁধার মধ্যে রাখবেন। তার চিন্তা ভাবনা এবং আচার আচরণ আপনি ঠিক মতো বুঝে উঠতে পারবেন না।
বন্ধু-বান্ধব এবং আত্মীয়স্বজন থেকে দূরে রাখা : যে ছেলেটি মন থেকে একজন মেয়েকে পছন্দ করবেন এবং ভালবাসবেন তার সব সময়ের চেষ্টা থাকবে নিজের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের সাথে নিজের প্রেমিকার পরিচয় করিয়ে দিতে। কারণ তারা চান তার প্রেমিকা যেন তাদের সাথে ভালো করে মিশতে পারেন।
আপনার সম্পর্কে খুব বেশি কিছু জানতে না চাওয়া : আপনি কোথায় যান, কী করেন, কার সাথে কথা বলেন এই সকল কিছু আপনার প্রেমিক যদি আপনাকে প্রশ্ন করে থাকেন তবে তাকে আপনি ডমিনেটিং স্বভাবের ভাববেন না মোটেও। এতে প্রকাশ পায় তিনি আপনার প্রতি দুর্বল বিধায় খোঁজখবর রাখেন। যে প্রেমিক এই কাজটি করেন না তারা আসলেই আপনাকে ভালোবাসেন কিনা একটু খতিয়ে দেখবেন।
একটি নির্দিষ্ট সময় পর ফোনে খুব বেশিক্ষণ কথা বলতে চাইবেন না : আপনার প্রেমিক যদি আপনার সাথে একটি নির্দিষ্ট সময় পরে আর কথা বলতে না চান তবে এই ব্যাপারে ভেবে দেখবেন। এবং বেশিরভাগ সময় তার ফোন ওয়েটিং পাওয়া গেলে এবং আপনার প্রশ্নের উত্তরে প্রতিবারই বন্ধু বা আত্মীয়ের নাম নিলে ব্যাপারটি অবশ্যই লক্ষণীয়।
আপনার কাছে অনেক কিছুই গোপন করতে চাইবেন : নিজের প্রেমিকের প্রতিদিনের জীবন যাপন, কোথায় থাকেন, কী করছেন সম্পর্কে আপনার যদি খুব ভালো ধারনা না থাকে তবে আজই নিজের সম্পর্কের ব্যাপারে ভেবে দেখুন। তিনি কোথায় যাচ্ছেন, কী করছেন এই সকল প্রশ্নের উত্তর আপনি তার কাছ থেকে না পেলে অবশ্যই তা ভাববার বিষয়।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/