এক্সক্লুসিভ ডেস্ক : তিন বছর বয়সে রোজা পালন করছে বিশ্বে এমন শিশু খুজে পাওয়া দুষ্কর। তবে ‘আরব নিউজ’র এক প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরবের মক্কায় মাত্র ৩ বছর বয়সি এক শিশু রোজা রেখেছে।
পত্রিকাটি জানিয়েছে, মুসলিম বিশ্বের কেন্দ্রবিন্দু সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে মারিয়াম নামের তিন বছরের এক শিশু রোজাদারের সন্ধান পাওয়া গেছে।
বুধবার সে রোজা রেখেছে বলে জানায় তার পিতামাতা রাশিদ হাসান ও ইফার আবরো।
এই দম্পতি এত ছোট বয়সে মেয়ের এমন রোজার প্রতি আগ্রহ দেখে খুবই গর্বিত। তারা এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং মারিয়ামের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, ইসলামের রীতি অনুযায়ী শিশুরা প্রথম রোজা রাখার চেষ্টা করে থাকে১০ বছর বয়সে। কিন্তু মারিয়াম তার আগেই রোজা রেখে দৃষ্টান্ত স্থাপন করল। সূত্র: ওয়েবসাইট।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/