বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১২:০৬:৩০

পৃথিবী ধ্বংসের সূচনা ‌‌‌‌‌‌‌‌‘গহবরের সন্ধান'!

পৃথিবী ধ্বংসের সূচনা ‌‌‌‌‌‌‌‌‘গহবরের সন্ধান'!

এক্সক্লুসিভ ডেস্ক : বিশ্বের শেষ প্রান্তে দৈত্যকার গহবরের সন্ধান মিলেছে। কী কারণে এই গহবর তৈরি হয়েছে তা নিয়ে ধোঁয়াশায় গবেষকরা।

রাশিয়ার বভেনস্কিকে প্রাকৃতিক গ্যাসের খনির কাছে এই দৈত্যাকৃতির গহবরের দেখা মিলেছে। স্থানীয় টিভি চ্যানেলে এই গহবরকে ‘পৃথিবীর ধ্বংসের সূচনা’ বলে অভিহিত করেছে।

অনেকে এও মনে করছেন, মাটির নিচে কোনো বিস্ফোরণের জন্যও এরকম গহবর তৈরি হতে পারে।

অত্যুৎসাহীদের দাবি, কোনো উল্কাপিণ্ডের পতনের ফলে সৃষ্টি হয়েছে এই বিশাল গহবরের। যদিও বিজ্ঞানীরা এই জল্পনা উড়িয়ে দিয়েছেন।

ক্যামেরায় তোলা ছবিতে দেখা যাচ্ছে, গহবরটির ব্যাসার্ধ প্রায় ১০০ মিটার। বৃহস্পতিবার গহবর থেকে নমুনা সংগ্রহে দুই সদস্যের বিশেষ দল পাঠাচ্ছে সাইবেরিয়ার ‘স্টাডি অফ দ্য আর্কটিক’।

পাশাপাশি রাশিয়া অ্যাকাডেমি অফ সায়েন্সেরও এক বিজ্ঞানীও ঘটনাস্থলে যাচ্ছেন। সূত্র : কলকাতা২৪x৭
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে