বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১২:০৮:৩৯

বালিতে হবে মোবাইল চার্জ!

বালিতে হবে মোবাইল চার্জ!

এক্সক্লুসিভ ডেস্ক : সমুদ্রতটের বালিতে মোবাইল ফোনে চার্জ করা যাবে! অবাক হলেও বিষয়টি সত্যি। এই পদ্ধতিটি আবিস্কার করেছেন ক্যালিফোর্নিয়ার এক গ্র্যাডস্টু়ডেন্ট জাকারি ফেভার্স। সমুদ্রতটের বালিতে কিছুক্ষণ মোবাইলফোনটি ঢুকিয়ে রাখলেই ফোনটি পেয়ে যাবে জীবনীশক্তি।

গবেষকরা বলেছেন, বালিতে প্রচুর পরিমাণে সিলিকন থাকে যা লিথিয়াম-আয়ন ব্যাটারি চার্জ করতে খুবই কার্যকরি। লিথিয়াম-আয়ন ব্যাটারির একটি গুরুত্বপূর্ণ উপাদান গ্রাফাইট। সিলিকনের ব্যবহারে অনেক বেশি কার্যকরভাবে চার্জ স্টোর করা সম্ভব হয়।

তবে বৃহত্ পরিমাণে সিলিকন তৈরি করা একটু অসুবিধের। আবার এর গুণগত মানও খুব দ্রুত কমে যায়।

তবে এই সমস্যারও সমাধান বের করেছেন গবেষক ফেভার্স। ফেভার্স সিলিকন প্রোটোটাইপ ব্যাটারি তৈরি করেছেন। তিনি দাবি করেছেন এই ব্যাটারি বর্তমানে মোবাইলে ব্যবহৃত ব্যাটারির থেকে তিনগুণ বেশি সময় পর্যন্ত কাজ করবে। এই টেকনলজির জন্যে পেটেন্টও ফাইল করেছেন জাকারি।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে