বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১২:১০:১১

শেষ পর্যন্ত মজাটাই সত্যি হলো

শেষ পর্যন্ত মজাটাই সত্যি হলো

এক্সক্লুসিভ ডেস্ক : বৃহস্পতিবার ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত মালয়েশীয় বিমানটি উড্ডয়নের আগে ফেসবুকে ছবি পোস্ট করেছিলেন কর প্যান নামের নেদারল্যান্ডের যাত্রী। তার ওই পোস্টে বিমানটির একটি ছবি ছিল। ছবি ফেসবুকে পোস্ট করার সময় তিনি ছবির ক্যাপশনে মজা করে লিখেছিলেন, ‘যদি বিমানটি হারিয়ে যায়!’

শেষ পর্যন্ত কর প্যানের সেই মজাই সত্যি হয়ে গেল। তবে প্যানের ভাগ্যে কী ঘটেছে, কেউ জানে না।

বিমান দুর্ঘটনার পরে ফেসবুকে কর প্যানের বন্ধু অ্যালিসিয়া দে বোয়ের এই ছবিতে মন্তব্য করেছেন, ‘এটা সত্যি হতে পারে না।’

বৃহস্পতিবার কর প্যানের পোস্ট করা সেই ছবিটি ১০ হাজারেরও বেশি বার শেয়ার হয়েছে ।

ছবিরটি পাশেই কর প্যানের বন্ধুরা বান্ধবী নীলতেজ টলের সঙ্গে তোলা তার একটি ছবি দিয়েছেন। সেখানে ভালোবাসার একটি সাদা গোলাপও দেওয়া হয়েছে। তবে ওই বিমানের ওই ফ্লাইটে কর প্যানের সঙ্গে টল ছিলেন কি না, তা স্পষ্ট নয়। তবে ছবিটিতে পিটার বুটসম্যান নামের একজন মন্তব্য করেছেন, ‘দুজনের এমন সুন্দর জীবন কীভাবে শেষ হয়ে গেল! তোমরা যেখানেই থাকো, ভালো থেকো।’

শুধু ফেসবুক নয়, পুরো নেদারল্যান্ডই এখন কাঁদছে। হল্যান্ডের আমস্টারডামের শিফল বিমানবন্দরে এখন কেবলই কান্না। বেদনাহত স্বজনদের ভিড়। ইউক্রেনের পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত মালয়েশিয়ার উড়োজাহাজে হল্যান্ডের ১৫৪ জন নাগরিক ছিলেন। তাদের ভাগ্যে কী ঘটেছে, জানেন না এই স্বজনেরা। উড়োজাহাজটি এই সিফল বিমানবন্দর থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে যাচ্ছিল।

উল্লেখ্য, ১৯৭৭ সালে হল্যান্ডের ২৩৮ জন নাগরিক ক্যানারি দ্বীপে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে