বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১২:১৪:৫৭

বিশ্বের সর্বোচ্চ ভবন হচ্ছে চীনে

বিশ্বের সর্বোচ্চ ভবন হচ্ছে চীনে

এক্সক্লুসিভ ডেস্ক : চীন পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন বিশ্বের সর্বোচ্চ ভবন নির্মাণ করতে যাচ্ছে। আগামী দুবছরের মধ্যে এ জোড়া টাওয়ার ভবন নির্মাণ শুরু হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। এ ভবনের সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্য হচ্ছে এটি পরিবেশ দূষণতো করবেই না, বরং দূষিত বায়ু শোধন করবে।

উচ্চাভিলাষী এ টাওয়ারের ডিজাইন করেছে লন্ডনভিত্তিক স্থাপত্য প্রতিষ্ঠান চিটউডস। চীনের হুবেই প্রদেশের রাজধানী হুয়ানের আকাশজুড়ে শোভা পাবে ফিনিক্স নামে এ টাওয়ার। এর উচ্চতা হবে এক কিলোমিটারেরও বেশি। এটি এর চারপাশের বায়ূ ও পানি শোধন করবে। আশা করা হচ্ছে এটি হবে চীনের অন্যতম পর্যটনকেন্দ্র যেখানে টাওয়ারটি দেখতে দেশি-বিদেশি হাজারো মানুষ জড়ো হবে।

চিটউডসের চেয়ারম্যান লরি চিটউড জানান, এটি কেবল একটি স্থাপত্যকর্ম নয়- এটি সংলগ্ন এলাকার লেকগুলোকে বাঁচাবে। দৃষ্টিনন্দন এই ভবন রাতে উজ্জ্বল গোলাপি আভা ছড়াবে। দূর থেকে মনে হবে যেন কোন ফুল ফুটে আছে।
সূত্র : সিএনএন
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে