এক্সক্লুসিভ ডেস্ক : আপনাকে যদি বলা হয়, বাতাসের আর্দ্রতার সাহায্যে স্মার্টফোন বা আইপ্যাড চার্জ দেয়া যাবে। আপনি কি সে কথা মেনে নেবেন? হয়তো আপনি বলবেন, লোকটার মাথা খারাপ হয়ে গেছে। তবে হ্যাঁ, আগামীদিনে এমনই উদ্ভাবনী নিয়ে আসছে বিজ্ঞানীরা।
বৈজ্ঞানিকরা জানিয়েছেন, উচ্চস্তরের রিপেলিং সার্ফেসে যে জলের ফোঁটা পড়ে তা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির বৈজ্ঞানিকরা জানিয়েছেন, এই বিদ্যুতের সাহায্যে ইলেক্ট্রনিক উপকরণকে চার্জ করা যেতে পারে।
গত বছর গবেষকরা জানতে পেরেছিলেন, জলের ফোঁটা যখন সুপারহাইড্রোফোবিক সার্ফেসে এসে পড়ে তখন এই প্রক্রিয়া থেকে ইলেক্ট্রিক চার্জ উৎপন্ন হয়।
এবার এই গবেষক দল তাদের গবেষণায় দেখেছেন, এই প্রক্রিয়ায় সামান্য মাত্রায় বিদ্যুৎ উৎপাদন করা যায়, যার ব্যবহার ইলেক্ট্রনিক উপকরণকে চার্জ করা যেতে পারে। এই প্রক্রিয়ায় মাধ্যমে ইলেক্ট্রনিক উপকরণকে চার্জ দেয়া ছাড়াও বিশুদ্ধ পানি বের করা যেতে পারে।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/