এক্সক্লুসিভ ডেস্ক : মনোরম পরিবেশের এ লেকটির নাম অর্তা লেক। অপূর্ব সুন্দর একটি লেক। পর্যটকদের পছন্দের একটি স্থান। এটি ইতালির নোভারা প্রদেশে অবস্থিত। লম্বার্দি এবং পিডমন্তের মাঝামাঝিতে থাকা অর্তা লেক বিশ্বের কয়েকটি অসাধারণ লেকের মধ্যে একটি।
এর নয়নাভিরাম সৌন্দর্যের জন্য এখানে প্রতি বছর প্রচুর পর্যটক আসেন। বিশাল আয়তনের অর্তা লেকের চারিদিকে হাজার প্রজাতির গাছপালা রয়েছে এবং লেকটির ঠিক মাঝখানে রয়েছে একটি দ্বীপের মতো চমৎকার জায়গা। আর এই দ্বীপে নির্মিত হয়েছে কিছু বাড়ি।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/