বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১২:২৩:২৮

বরকে ধরে এনে বিয়ে করল কনে

বরকে ধরে এনে বিয়ে করল কনে

এক্সক্লুসিভ ডেস্ক : বিয়ের আনন্দটা সবার জন্যই অন্যরকম। তবে ছেলের চেয়ে কনের আমেজটা থাকে একটু বেশি। নতুন বন্ধুর কাছে গিয়ে বাঁধবে স্বপ্নের ঘর, সাজাবে মনের মানুষটিকে।  যত অব্যক্ত কথা শেয়ার করবে দুজনে দুজনার হয়ে।

বিয়ের আমেজে কনে সাজুগুজু করে বসে আছে। কিন্তু খবর নেই বরের। চাহিদামতো যৌতুক না পাওয়ায় বিয়েতে নারাজ তিনি।

কিন্তু বসে নেই কনে। পরের দিন দলবল নিয়ে বরের বাড়ি হাজির হন কনে। টের পেয়ে নিজের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বর। কিন্তু নিজেকে সামলে নিতে পারলে না। ধরে এনে বিয়ে পড়ানো হলো।

এমন ঘটনাই ঘটেছে ভারতের বিহার রাজ্যের শাইখপাড়ার মাও অধ্যুষিত এলাকায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার।

চন্দন কুমারের সাথে বীনা কুমারীর বিয়ে ঠিক হয়েছিল। বুধবার তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা। অনুষ্ঠানের সব প্রস্তুতিও সম্পন্ন। কিন্তু বরপক্ষের যৌতুক চাহিদা কনেপক্ষ দিতে না রাজি হওয়ায় বরযাত্রী আসেনি।

পরদিন ভোরে কনের নেতৃত্বে দলবল নিয়ে শুরু হয় কনে-যাত্রা। বরের বাড়ি হাজির হন তারা। কনের বাবা সঞ্জয় রাম স্থানীয় মিডিয়াকে বলেন, বিয়ের জন্য গ্রামবাসী সহযোগিতা করেছেন। এজন্য গ্রামবাসীকে ধন্যবাদ।
সূত্র : ইন্টারনেট
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে