বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১২:২৪:৪৭

যে বয়সে সন্তান নিলে আয়ু বাড়ে নারীর!

যে বয়সে সন্তান নিলে আয়ু বাড়ে নারীর!

এক্সক্লুসিভ ডেস্ক : সংসার বাঁধার পর সন্তান নেয়ার অপেক্ষায় থাকেন দম্পতি। তবে বিয়ের পর সন্তান নেয়ার ব্যাপারে শলাপরামর্শ করেই সন্তান নেয়া ভালো। ৩৩ বছর বয়সের পর সন্তান নিলে আয়ু বাড়ে নারীর সাম্প্রতিক এক গবেষণায় এমন কথা বলা হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, যেসব নারী ৩৩ বছর বয়সের পর যদি সন্তান নেন তবে অন্য নারীদের তুলনায় তাদের গড় আয়ু বেড়ে যায়। ফোর্বস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এ ব্যাপারে নিউ ইংল্যান্ড সেন্টেনারিয়ান স্টাডির পরিচালক থমাস পার্লস জানান, ৩৩ বছর বয়সের পর যেসব নারী সন্তান নেন, তাদের ৩০ বছর বয়সের আগে সন্তান গ্রহণকারীদের তুলনায় বেশিদিন বাঁচার সম্ভাবনা থাকে।

গবেষকরা জানিয়েছেন,  যারা ৩৩ বছর বয়সের পর সন্তান নেয় তাদের ৯৫ বছর বা তারও বেশি সময় বেঁচে থাকার সম্ভাবনা দ্বিগুণ বৃদ্ধি পায়। জেনিটিক পার্থক্যের কারণে নারীদের আয়ু বাড়ে বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে।

থমাস পার্লস বলেন, বয়স বাড়ার পরও যদি কোনো নারীর সন্তান ধারণক্ষমতা ঠিক থাকে বোঝা যায়, তবে তার প্রজনন অঙ্গে বয়সের ছাপও কম পড়ছে।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে