এক্সক্লুসিভ ডেস্ক : পরিষ্কার পরিচ্ছন্ন শহরে আরামদায়ক চলাফেরা। যত্রতত্র ময়লা থাকলে স্বাচ্ছন্দ্যে হাঁটা যায় না। আর যদি সে ক্ষেত্রে কুকুরের মল থাকে তাহলে নাক কুঁচকে ওঠার কথা।
কুকুরের মল দেখে অতিষ্ট হয়ে শহরের বাসিন্দারা সমাধানের আর্জি জানায় । তাই সমাধানের লক্ষ্যে কুকুরের জন্য ‘পাবলিক টয়লেট’ তৈরি করে দিলেন শহরের এক ব্যক্তি। এনরিক গিরোনা নামে একজন এই টয়লেটটি তৈরি করে দেন।
ঘটনাটি ঘটেছে স্পেনের তারাগোনা প্রদেশের ক্যাটালোনিয়া শহরে।
মেটালের তৈরি এই টয়লেটে কুকুর প্রসাব-পায়খানা সবই করতে পারবে। আর পরিস্কার করতেও ঝামেলা পোহাতে হবে না।
অবশ্য শহরের বাসিন্দারা বলছেন, এ টয়লেটে কোনো কাজ হবে না। এক কুকুর মালিক বলেন, এটি কোনো কাজেই আসবে না। তার চেয়ে ভালো হতো একটি জায়গা বেড়া দিয়ে আলাদা করে দেয়া ।
পাবলিক টয়লেট বানিয়ে লাভ হবে না। আগে কুকুরকে সামাজিকতা শেখাতে হবে। এমনই বললেন একজন।
আরেকজন বললেন, সমস্যা হলো, টয়লেটটি মেটালের তৈরি। তার চেয়ে ঘাসের উপর মলত্যাগই ভালো। অবশ্য সব কুকুর মালিকই যে এর বিপক্ষে অবস্থান নিয়েছেন তা কিন্তু নয়।
অন্য একজন বললেন, মেয়র বেশি টেক্স না নিলে পাবলিক টয়লেটের পক্ষে আছি আমি।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/