এক্সক্লুসিভ ডেস্ক : ফ্লোরিডার মালবেরিতে লয়েস ই হার্প পার্কে মঙ্গলবার একটি আজব ঘটনা ঘটে। ম্যাথিউ পোপ নামে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক ব্যক্তি কুমিরের সঙ্গে লড়াই করতে গিয়ে ভাগ্যক্রমে বেঁচে গেছেন। পোপ অভিযোগ করেন, ওই ঘটনার আগে তার পোষা কুকুরকে খেয়ে ফেলে পার্কের একটি কুমির।
প্রিয় কুকুরকে হারিয়ে রাগে কুমিরের সঙ্গে মারামারি শুরু করেন তিনি। তবে অল্প কিছুক্ষণের মধ্যেই কুমিরের কাছে পরাস্ত হন তিনি। সুযোগ বুঝে কুমিরটি তাকে পানিতে টানতে শুরু করলে চিৎকার দেন পোপ। তার চিৎকার শুনে ড্যানিয়েল বাটলার ও রায়ান স্ট্রোমনেস এসে থাকে উদ্ধার করে।
পোপকে ওই অবস্থা থেকে উদ্ধার করা প্রসঙ্গে বাটলার বলেন, ‘পোপ কুমিরটির নাক ধরে তাকে ঘায়েল করার চেষ্টা করেছিলেন। কিছুক্ষণ পর কুমিরটি তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উল্টা পোপের ডান হাত কামড়ে ধরে। এরপর তাকে টানতে টানেত ধীরে ধীরে পানির দিকে যাওয়া শুরু করে কুমিরটি।
এ সময় পোপ জোরে চিৎকার করলে আমরা দুজন এসে তাকে উদ্ধার করি।’ পোপকে উদ্ধার কর পশু চিকিৎসকরা এসে ওই কুমিরটিকে নিয়ে যায়।
ঘটনার পরে জানা গেছে পোপের আদৌ কোনো কুকুর ছিল না। তাহলে কি জন্য তিনি হঠাৎ করে কুমিরটির সঙ্গে লড়াই করতে গেলেন। বাটলার ও স্ট্রোমনেসের মতে কুমিরটিকে কব্জা করার মতলবেই তিনি এ কাজটি করেছেন।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/