বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৪১:১৭

মিনিটে একটি রুটি বানানো যন্ত্র!

মিনিটে একটি রুটি বানানো যন্ত্র!

এক্সক্লুসিভ ডেস্ক : মিনিটে একটি, ঘণ্টায় ৬০টি রুটি বানাতে সক্ষম যন্ত্রটিকে দেখতে অনেকটা জেরক্স মেশিনের মতো। কিন্তু নতুন এ যন্ত্র জেরক্স করে না। তার বদলে এর পেট থেকে বেরিয়ে আসে গরমা-গরম রুটি।

প্রতি মিনিটে একটি করে রুটি বানাতে পারে নতুন এই রোটিমেটিক যন্ত্র। নতুন এই রোটিমেটিক যন্ত্রের জনক প্রনতি নাগারকর ও ঋষি ইরানি। যন্ত্রের পেটের ভিতর রয়েছে ১০টি অত্যাধুনিক মোটর, ১৫টি সেন্সরসহ মোট ৩০০টি যন্ত্রাংশ।  

এ বিষয়ে নাগারকার বলেন, অফিস থেকে ফিরে রুটি বানাতে ইচ্ছে করত না। এই ভাবনা থেকেই রোটিমেটিকের জন্ম। এক ফুট লম্বা এই ‘রোবট’ চওড়ায় ফুটখানেকের বেশি নয়। ২০১৫ সালের মধ্যে দেশের বাজারে বাণিজ্যিকভাবে আত্মপ্রকাশ ঘটবে এই রোবটের।

যন্ত্রের মধ্যে আটা বা ময়দা, পরিমাণ মত জল ও তেল ঢেলে দিলেই হাতেগরম রুটি বা পরোটা বেরিয়ে আসবে ইচ্ছেমত। গায়ে লাগানো ছোট্ট এলসিডি স্ক্রিনে আপনার পছন্দমত অপশন বেছে নিলেই আপনার কাজ শেষ। রুটি বা পরোটার আকৃতি বেছে নিন, আর টিপে দিন একটি বাটন। ব্যাস। রুটি তৈরি।

ভাবছেন এই নতুন রোবটকে আপনার রান্নাঘরে জায়গা করে দিতে কত কড়ি খসবে? বেশি নয়। মাত্র ৬০০ ডলার। যন্ত্রটির ওজনও বেশ কম। মাত্র ১৮ কেজি।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে