এক্সক্লুসিভ ডেস্ক : বিশ্বে লম্বা কিশোরীর সংখ্যা আছে অসংখ্যই। কিন্তু রেকর্ডধারী কিশোরীর সংখ্যা নেহায়েতই কম। বিশ্বের এমন এক কিশোরী যিনি সবচেয়ে লম্বা কিশোরীর তালিকায় স্থান করে নিয়েছেন।
তুরস্কের রুমেসা গেলগিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বিশ্বের সবচেয়ে লম্বা কিশোরীর স্বীকৃতি দিয়েছে। মাত্র ১৭ বছর বয়সেই তার উচ্চতা দাঁড়িয়েছে ৭ ফুট ০.০৯ ইঞ্চি অর্থাৎ ২১৩.৬ সেন্টিমিটার।
অস্বাভাবিকভাবে বেড়ে উঠায় বিরল জেনেটিক রোগ ‘ওয়েভার সিন্ড্রোমে’ আক্রান্ত তিনি।
রুমেসা তুরস্কের কারাবুকের সাফরানবুলোতে বাস করেন। পড়ছেন একাদশ শ্রেণীতে। রুমেসা অস্বাভাবিক উচ্চতার অধিকারী হলেও তার বাবা-মা, বোন সবার উচ্চতা স্বাভাবিক।
তার হাত ও পাও লম্বা। ছেলেদের ১২ সাইজের জুতা পরতে হয় তাকে। বেশি লম্বা হওয়ার কারণে চলাচলেও তাকে সমস্যায় পড়তে হয়। অনেকেই তার উচ্চতা নিয়ে কটাক্ষও করে।
অবশ্য রুমেসার চেয়ে বিশ্বে উচ্চতায় আরেক ব্যক্তি রয়েছেন। বর্তমানে সতিনি বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তি। তারর উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি। তিনিও তার স্বদেশি সুলতান কোসেন।
তবে এ যাবৎকালের সবচেয়ে লম্বা নারীর দৈর্ঘ্য ৭ ফুট ১১ ইঞ্চি। তিনি হলেন কানাডার আনা হেইনিং সোয়ান। তিনি ১৮৮৮ সালে মারা যান।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/