বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৫০:১০

অজগরের মুখে জ্যান্ত শিয়াল

অজগরের মুখে জ্যান্ত শিয়াল

নওগাঁ : অজগরে গিলে খাচ্ছে জ্যান্ত শিয়াল। ঘটনাটি অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে সত্য। নওগাঁর ধামইরহাটে ঐতিহাসিক আলতাদিঘী জাতীয় উদ্যানে ক্ষুধার্ত অজগরের শিকার হয়েছে জ্যান্ত শিয়ালটি। ক্ষুধার জ্বালা মেটাতেই জ্যান্ত শিয়ালটি গিলে খাচ্ছে। এ দৃশ্য এক নজর দেখতে ভিড় জমায় গ্রামবাসী।

এ বিষয়ে ধামইরহাট উপজেলা বনবিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক জানান, রোববার রাত ১১টার দিকে আলতাদিঘী জাতীয় উদ্যানে এলাকার শালবনে অবমুক্ত করা একটি অজগর সাপ ক্ষুধা মেটাতে একটি শিয়ালকে শিকার করে।

শিয়ালের চিৎকারে প্রায় অর্ধশত শিয়াল তাকে রক্ষার জন্য চিৎকার করলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। সেইসঙ্গে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে গেলে দেখতে পায়, অজগরের শিকার শিয়ালটিকে রক্ষার জন্য অন্য শিয়ালরা  চিৎকার করছে। লোকজনের উপস্থিতিতে শিয়ালগুলো পালালেও শিয়ালকে ছাড়তে নারাজ অজগর।

তিনি জানান, অজগরটি শিয়াল শিকার করে প্রায় ৬ মাসের আহার করে নিল। আহার করে বনে সুস্থ অবস্থায় আছে অজগরটি। ডিসকভারি চ্যানেলের বাস্তব নিদর্শিই দেখলো স্থানীয়রা।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে