বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০২:১৫:২৩

যে দেশে রোজা রাখা নিষিদ্ধ

যে দেশে রোজা রাখা নিষিদ্ধ

এক্সক্লুসিভ ডেস্ক : স্কুল শিক্ষার্থী, শিক্ষক এবং সরকারি কর্মকর্তাদের রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চীনা সরকার। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চলের মুসলমানদের জন্য এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ওই অঞ্চলের বিভিন্ন স্কুল এবং সরকারি সংস্থাগুলোর ওয়েবসাইটের মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

ওয়েবসাইটটিতে বলা হয়েছে, ‘সরকারি কর্মচারী এবং ছাত্ররা রোজা এবং অন্যান্য ধর্মীয় আচরানাদি পালন করতে পারবে না।’

এর আগে শিনজিয়াংয়ের স্থানীয় সরকারি কর্মচারীদের রোজা রাখা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ। এ বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ‘রোজা রাখলে স্বাস্থ্যের ক্ষতি হয়।’

দেশটির সরকারি বোজৌ রেডিও এবং টিভি ইউনিভার্সিটিতে প্রচারিত খবরে বলা হয়, ‘আমরা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে, তাদেরকে রোজা রাখার অনুমতি দেয়া হয়নি। আমরা দলীয় সদস্য, শিক্ষক এবং তরুণদের ওপর এই নিষেধাজ্ঞা বলবৎ করছি।’

পশ্চিম শিনজিয়াংয়ের কারাকাশ কাউন্টির একটি আবহাওয়া দপ্তর তাদের ওয়েবসাইটে বলেছে, উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী বর্তমান ও অবসরপ্রাপ্ত সব কর্মীকে রোজা না রাখতে বলা হচ্ছে। গত কয়েক দিন এভাবেই সরকারের বিভিন্ন ওয়েবসাইটে পোস্ট করা নোটিশে রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, রোজা রাখার ওপর এই নিষেধাজ্ঞার আদেশটি বেইজিংয়ের পাবলিক সিকিউরিটি ব্যুরো থেকে এসেছে। চীনা কমিউনিস্ট পার্টি ও শিনজিয়াংয়ের স্থানীয় সরকার বিচ্ছিন্নতাবাদের আশঙ্কায় বড় প্রার্থনাসভা ও সমবেশকে নিরুৎসাহিত করে আসছে।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে