এক্সক্লুসিভ ডেস্ক : দাম্পত্য জীবনে সুখী-দুখীর বিষয়টি অনেকেই চেপে যায়। চেপে যাওয়ার কারণে আবার অনেক সময় বিস্ফোরিত হয়। তখন হয়তো কিছুই করার থাকে না।
স্বামী-স্ত্রীর দৈহিক বিষয়টি দাম্পত্য জীবনের সুখ নির্ভর করে। তবে বুঝতে হবে আপনি দাম্পত্য জীবনে কতটুকু সুখী। অন্যান্য বিষয়ও আপনার সুখ-দুঃখে ভাগিদার হবে। তবে পাঁচটি বৈশিষ্ট্য দেখে বোঝা যাবে এটি।
দাম্পত্য জীবনে সুখের মূল ভিত্তি একে অন্যের প্রতি অগাধ ভালোবাসা। যে দম্পতির ভালোবাসা যত গভীর তারা ততই সুখী।
দাম্পত্য জীবনে যারা সুখী তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকে।
সকালে চা পান : যে যুগল প্রতিদিন সকালে একসাথে চা অথবা কফি পান করে তারা সুখী। চা পানের সময় কথাবার্তা সাধারণের চেয়ে ভিন্নতর হয়। এটা আপনি খেয়াল করলেই বুঝবেন। এতে পরস্পরের প্রতি আন্তরিকতা বাড়ে। সকালটা ভারো কাটবে। সকালটা মধুর হলে দিনটাই ভালো যাবে।
মৃদু আলোয় আলোকিত রাত : সুখী দম্পতি রাতে ডিপ লাইট জ্বালিয়ে রাখে। একে অন্যকে জড়িয়ে ধরে গল্পের সাগরে ডুবে যায়। মুখোমণ্ডলে লাবন্যতা আসে। প্রেম উথলিয়ে উঠে। আলো আঁধারি মিলে মিশে চমৎকার পরিবেশ তৈরি করে, যা কিছুটা রহস্যেঘেরা।
খুনসুটি : দাম্পত্য জীবনে একে অন্যের সাথে খুনসুটি, মজা করলে বুঝতে হবে তারা সুখী। এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। এতে করে দূরত্ব কমে। বাড়ে গভীরতা। যেকোন বিষয়ে শেয়ার করা যায়।
নীড় সাজানো : যেসব দম্পতি একসাথে বাড়ি সাজানোর পরিকল্পনা করে তারাই সুখী। আন্তরিকতা আর বোঝাপড়া থাকলে তবেই সম্ভব। তাতে মনের মিল বাড়ে। সম্পর্ক গাঢ় হয়।
ভারোবাসার সাজানো বাগান : সুখী দম্পতির নিজ হাতে তৈরি করা বাগান থাকবে। তবে সবারই যে থাকবে এমনটা নয়, যাদের থাকবে তারাই সুখী। বাগানে বসে দুজনে দুজনার হয়ে কিছুক্ষণ কাটাবে- এটা অন্যরকম আনন্দ। বিবাহিত জীবনের যত অব্যক্ত কথা ব্যক্ত করবে- ভেসে উঠবে সেই রাতের যত স্মৃতি।
পরস্পরের প্রতি পরস্পরের ভালোবাসা, আবেগ আর আন্তরিকতা এনে দেবে সুখ। দুজনকেই প্রয়াস চালাতে হবে দাম্পত্য জীবনের সুখ আর ভারোবাসার বন্ধন অটুট রাখতে।