বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৩৯:৪২

যে বন্ধু সুখী করে তা বের করবে ফেইসবুক

যে বন্ধু সুখী করে তা বের করবে ফেইসবুক

এক্সক্লুসিভ ডেস্ক : ফেইসবুকে বন্ধু-বান্ধবের সংখ্যা নেহায়েতই কম নয়। একে অন্যের সাথে চ্যাট করে থাকেন। তবে আপনার আসল বন্ধু কে আপনি বের করতে না পারলেও এবার বের করে দেবে ফেইসবুক। যে বন্ধুরা আপনাকে সুখী করে তা বের করবে ফেইসবুক। এক গবেষণায় দেখা গেছে, আবেগপূর্ণ যেসব পোস্ট আপনি ফেইসবুকে দিয়ে থাকেন তার সত্যিকার প্রভাব ও অনুভূতিগুলো মাপা যায়।

এসব পোস্টের প্রতিক্রিয়ায় বন্ধুরা আবার যেসব পোস্ট দেন তার প্রভাব আপনার ওপর কেমন পড়ে তারও হিসাব বের করা যাবে।

এসব পোস্টের মাপজোক করে ফেইসবুক সিদ্ধান্ত দেবে, কোন বন্ধুরা আসলে আপনাকে সবচেয়ে সুখী করে।

এই প্রোগ্রাম ফেইসবুকের সবচেয়ে কাছের বন্ধু ও মিচ্যুয়াল বন্ধুদের মাঝে ক্রিয়াশীল থাকবে। কোন বন্ধুদের পোস্টে আপনি নিয়মিত লাইক দিচ্ছেন তাও মাপবে ফেইসবুক।
 
এখানে ফেইসবুক আপনাকে ২৫ জন কাছের বন্ধুর তালিকা করে দেবে। তবে যারা বিগত এক বছরে ১০টির বেশি পোস্ট দেননি এবং প্রাইভেসি সেটিংসে গিয়ে পোস্ট হাইড করে রেখেছেন তারা হিসেবের বাইরেই থাকবেন।

মূলত ফেইসবুকে যেসব পোস্ট দেয়া হয় সেগুলোর ইতিবাচক ও নেতিবাচক দিক ফেইসবুকের গবেষকরা প্রথম মার্চে প্রোগ্রাম তৈরির ঘোষণা দেন।

এ পদ্ধতিতে আপনার পোস্টের প্রতিটি শব্দ বিশ্লেষণ করা হবে ইতিবাচক ও নেতিবাচক শব্দের মাধ্যমে। যখন তালিকার মধ্য থেকে কোনো শব্দ বিশ্লেষণ করা যাবে না, তখন পোস্টের প্রায়োগিক আবেগময় শব্দ বিবেচনা করা হবে।

এ পদ্ধতিকে বলা হয় 'লিঙ্গুইস্টিক ইনকোয়েরি অ্যান্ড ওয়ার্ড কাউন্ট'। ইউনিভার্সিটি অব টেক্সাসের এক গবেষক এ প্রযুক্তি আবিষ্কার করেছেন। বর্তমানে অনুমতি সাপেক্ষে 'টাইম' এই পদ্ধতি ব্যবহার করছে।

পরীক্ষায় দেখা গেছে, অধিকাংশ পোস্টের শব্দগুলো দিয়ে সাধারণ তালিকা তৈরি করা যায়। ছুটির দিনে ইতিবাচক শব্দের ব্যবহার বেশি হয়। তবে আবেগের বিষয়টি ভালো বা খারাপ দুই থাকে ছুটির দিনে।

পাশাপাশি বৃষ্টি বা আবহাওয়ার ওপর ভিত্তি করে আবেগের উত্থান-পতন ধরা পড়েছে। তবে কেবল শব্দের ওপর ভিত্তি করে এই বিশ্লেষণ করা হবে, তাই মনের বহু আবেগের আসল রূপ ধরতে পারবে না ফেইসবুক। সূত্র : টাইম

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে