এ অবস্থায় প্রতিযোগিতায় তার অংশগ্রহণ ক্যালিফোর্নিয়ার হোরনেট স্টেডিয়ামে উপস্থিত সবাইকেই চমকে দিয়েছে। প্রতিযোগিতায় একেবারে শেষ হলেও তার এই সাহসীকতাকে অভিনন্দন জানাতে কসুর করেননি দর্শকরা। ২৮ বছরের মোন্টানো প্রতিযোগিদের সবার শেষে ফিনিশ লাইন অতিক্রম করেন।
দৌড়ের শুরু থেকেই দর্শকরা তাকে উৎসাহ দিতে থাকেন। আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানান দর্শকরা। আর দৌড় শেষ করার পর তো স্টেডিয়ামে দর্শকদের গর্জন তুঙ্গে ওঠে। মোন্টানো বলেছেন, আমি আমার নিজের মতোই দৌড়েছি।
আর দৌড়াতে আমার কোনো অসুবিধাই হয়নি। প্রতিযোগিতায় প্রথম হব, এমন ভেবে কিন্তু আমি অংশ নিইনি। তাই আমার পারফরম্যান্সে আমি খুশি। গত চার বছরের ৮০০ মিটার দৌড়ে জাতীয় চ্যাম্পিয়ান মোন্টানোকে দৌড়নোর সময় স্বাচ্ছন্দ্যই দেখা গেছে।
সাবলীলভাবেই দৌড় শুরু করেন তিনি। আর পুরো সময়ই এ গতি বজায় রাখেন। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেই প্রতিযোগিতায় নামার সিদ্ধান্ত নিয়েছিলেন মোন্টানো। চিকিৎসকরা তাকে শুধু অনুমোদনই দেননি, রীতিমতো উৎসাহও দিয়েছেন।