সম্প্রতি হাওয়াই থেকে এ পরীক্ষাটি পরিচালনা করা হয়। বার্তা সংস্থার তথ্য অনুসারে, মহাকাশযানকে মঙ্গলপৃষ্ঠে ধীরগতিতে নামতে সাহায্য করবে এমন নতুন ধরনের সুপারসনিক প্যারাসুট এবং বায়ুভর্তি কেভলার রিং।
বিষয়টি পরীক্ষা করে দেখতে উড়ন্ত চাকতি আকৃতির একটি যান (ফ্লাইং সসার) বেলুনের সাহায্যে বায়ুম-লে নিয়ে যাওয়া হয়েছিল। নাসার দাবি, তারা এ পরীক্ষা থেকে যে তথ্য পেয়েছে, তা তাদের সামনের দশকেই মঙ্গলে আরও ভারি জিনিস পাঠাতে সাহায্য করবে। বর্তমানে মঙ্গলে দেড় টন ওজনের জিনিস পাঠানো সম্ভব হয়। তবে ভবিষ্যতে গ্রহটিতে মানুষ পাঠাতে হলে ১০ টনেরও বেশি ওজন পাঠানোর মতো প্রযুক্তির প্রয়োজন পড়বে। নাসার এ পরীক্ষাযানের নাম দেয়া হয়েছিল 'লো ডেনসিটি সুপারসনিক ডিসেলারেটর'। ফ্লাইট শেষে যানটিকে প্রশান্ত মহাসাগরে ফেলে দেয়া হয়। সূত্র : বিবিসি।