বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:১০:০৫

প্রেমের বার্তাবাহক!

প্রেমের বার্তাবাহক!

এক্সক্লুসিভ ডেস্ক : দুটো মানুষ যখন একে অপরের খুব কাছে থাকেন, তখন আলাদা করে মুহূর্ত তৈরি করতে হয় না৷ প্রয়োজন পড়ে শুধু সেই মুহূর্তগুলোকে বিশেষ করে তোলার জন্য কয়েকটি জিনিসের যোগ্য সঙ্গত৷ মনের মানুষের সঙ্গে ছোট ছোট কিছু মুহূর্তই তৈরি করতে পারে এক অনন্য আবেদন৷ বাইরে যখন অঝোর ধারা তখন ভালোবাসার উষ্ণতায় নিজেদের চিনে নিন নতুন করে আরও একবার৷


কালীদাসের বিখ্যাত রচনা... খটমট সংস্কৃত স্লোকের যদি সরলীকরণ করা হয়, তাহলে সামনে পডে় থাকে ভালোবাসার ওম জড়ানো এক নিখাদ প্রেমের বর্ণনা৷ বিচ্ছেদে ব্যাকুল প্রেমিক যুগলের (আদতে স্বামী-স্ত্রী) মধ্যে অনুরাগের আদান-প্রদানের প্রত্যক্ষদর্শীই বলুন বা বার্তাবহক, সবটাই ছিল একটুকরো মেঘ৷

মেঘকে নিয়ে (প্রকারন্তরে বৃষ্টিকে নিয়ে) মানবকুলের শিরায় বয়ে যাওয়া শিহরণের চোরা স্রোত উপেক্ষা করার বিশেষ অবকাশ নেই৷ আজও মেঘ বা বৃষ্টিকে নিয়েকল্পনা মনের কোণে রঙিন রং বিস্তার করে৷ কিন্তু রোজনামচার ব্যস্ততার কাছে নতি স্বীকার করে সেই রঙের উপর ধূসর চাদর টেনে দিতে হয়৷ এখানে একটা কথা বলি?

কেন শুধু শুধু এই রংকে আড়ালে রাখার চেষ্টা করা! এই বর্ষায় মনের ক্যানভাসে লাগতে দিন না রঙের রায়ট!মনের উপর কড়া শাসনের আগল না হয় নাই টানলেন৷ বরং ব্যস্ততার তালে তাল মেলাতে মেলাতে দাম্পত্য সম্পর্কে উষ্ণতার যে ছোঁয়া একটু ফিকে হয়ে এসেছে তাকেই উসকে দিন৷

ভালোবাসাকে বিশেষ স্মরণীয় করে তোলার জন্য কয়েকটি জিনিসের যোগ্য সঙ্গত দরকার পড়ে, আর তা হলো :

আবছায়া জানালার কাচ : হ্যাঁ, জানলার কাচ বেয়ে অঝোর বৃষ্টি ধারা, নীলচে-কালো জলরঙে স্নান করা মেঘেদের সারি, হাওয়ায় হালকা শিরশিরে ভাব৷ কাজকে একদিনের জন্যে সদর দরজার বাইরে রেখে ঘরে শুধু আপনারা দু'জন- এর থেকে ভালো পরিবেশ আর কীই বা হতে পারে৷

বৃষ্টি পায়ে পায়ে : শেষ কবে পিছুটানহীন হয়ে বৃষ্টিতে ভিজেছিলেন মনে পড়ে? না, পড়ে না৷ আবছা হয়ে গিয়েছে সেই স্মৃতি৷ কিন্তু এখনো যখন অফিসের কিউবিকলে বসে পাশের জানলা দিয়ে বৃষ্টির অবাধ্য বিচরণ দেখেন, তখন নিজের অজান্তেই মনের মধ্যে অস্থিরতা উঁকি দেয়৷

দ্য ফুড ট্রেইল : হেলদি সেক্স লাইফ কিন্তু দাম্পত্য জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ৷ তাই অকারণে যৌনতা থেকে মুখ ফিরিয়ে রাখার কোনো মানেই হয় না৷ আর এমনও বাদল দিনেই তো তৈরি হয় সম্পর্কের নতুন সমীকরণ৷ একান্ত নিবিড় সেই মুহূর্তে সঙ্গীর কাছে নিজেকে আরও আকর্ষক করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই রয়েছে কিছু বিশেষ খাবারের৷

স্ট্রবেরি : দেখতে যেমন সুন্দরী, সেক্স লাইফে উষ্ণতার ছোঁয়া যোগ করাতেও ইনি একেবারে সিদ্ধহস্ত৷

জাফরান : হ্যাঁ, দুধের মধ্যে সামান্য জাফরান...আপনার সঙ্গীর সঙ্গে এক অবিস্মরণীয় অভিজ্ঞতায় আলতো স্পর্শ৷

বাদাম : সে আখরোট হোক বা আমন্ড, সেক্স লাইফকে আরও একটু উত্তেজক করে তুলতে এদের জুড়ি মেলা ভার৷ এতে অ্যামাইনো অ্যাসিড আর্জিনাইন আছে যা পুরুষদের শরীরে নাইট্রিক অক্সাইড সিন্থেসিসে সাহায্য করে৷ প্রকারন্তরে পুরুষদের সেক্স ড্রাইভ বাড়াতে সাহায্য করে৷

চকোলেট : এই বিশেষ বস্ত্তটিতে উপস্থিত রয়েছেন এক ম্যাজিক উপাদান৷ নাম তার ফিনাইথাইলামাইন৷ ঠিক এর জন্যেই চকোলেট খেলে 'ভালোবাসা পায়'! সূত্র : ওয়েবসাইট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে