বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:১২:৪৭

ব্যাঙ ও অজগরের বিস্ময়কর বন্ধুত্ব!

ব্যাঙ ও অজগরের বিস্ময়কর বন্ধুত্ব!

এক্সক্লুসিভ ডেস্ক : প্রাণী জগতে ভিন্ন প্রজাতির সাথে বন্ধুত্ব নতুন কিছু নয়। আর সেটার আরেকবার প্রমাণ মিলল জার্কাতার চিড়িয়াখানায়। সবুজ গেছো ব্যাঙটি আঁঠালো পা দিয়ে আঁকড়ে ধরে রেখেছে বিশাল এক গেছো অজগর (ট্রি পাইথন)-এর শরীর এবং সাপটিও তা মেনে নিয়েছে নির্বিবাদে! ইন্দোনেশিয়ার রাজধানী জার্কাতার চিড়িয়াখানায় এমন অভূতপূর্ব দৃশ্য প্রত্যক্ষ করেছেন আলোকচিত্রী ফাহমি বা’স।


এ দু’টো প্রাণীই বেড়ে উঠেছে জার্কাতার চিড়িয়াখানায়। একটি ছোট নারকেল গাছের আশ্রয়ে রয়েছে সাপটি। সবুজ গেছো ব্যাঙ তাকে আঁকড়ে ধরেই ক্ষান্ত হয় নি বরং সাপের দেহকে লতার মতো ব্যবহার করে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। আর সাপের মাথার কাছেই আরামে বসে আছে সবুজ গেছো ব্যাঙটি।

ব্যাঙের এমন আচরণে সবুজ গেছো অজগরকে মোটেও বিরক্ত মনে হয় নি। বরং জীবনের জন্য একে স্বাভাবিক ঘটনা হিসেবেই যেন মেনে নিয়েছে অজগরটি।

অজগরটি যে কোনো সময় ব্যাঙকে গিলে ফেলতে পারে বলে এমন আশঙ্কা করেছিলেন আলোকচিত্রী ফাহমি। কিন্তু এ আশঙ্কাকে নাকচ করে দেন চিড়িয়াখানার একজন পশুপালক।

তিনি বলেন, ওই বিশেষ সাপটি আদৌ ব্যাঙ খায় না। কখনো কখনো গেছো ব্যাঙকে শুঁকে দেখে তারপর আর ওকে নিয়ে মাথা ঘামায় না। মনের খুশিতে সাপের শরীরে ঘোরাঘুরি কাজ নির্বিবাদেই করে যেতে পারে গেছো ব্যাঙটি।

আঁঠালো পা থাকায় সহজেই সাপের শরীরে বিচরণ করতে পারে এ ব্যাঙ। দেখতে মনে হতে পারে, টিকটিকি ঘুরে বেড়াচ্ছে ঘরের দেয়ালে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে