পাথরের নিচে গড়া উঠা সেতেনিল ডে লাস বোগাস নামের এ শহরটিতে বাস করছেন প্রায় তিন হাজার মানুষ।
ওই শহরের মানুষগুলো পাথরটির নিচে তৈরি করা গুহাগুলোতে বাস করছেন। হয়তো শুনে আপনার বিশ্বাস না হওয়ারই কথা। আপনার ভুল ধারণাও জন্ম হতে পারে।
কিন্তু না, ঘটনাটি আসলেই সত্যি। মাথার ওপরের পাথরকে কেন্দ্র করেই তারা আধুনিক ঘরবাড়ি গড়ে তুলেছেন। অত্যাআধুনিক রেস্তোরাঁগুলোর পাশাপাশি শহরটিতে রয়েছে বার।
এ অদ্ভুত পাথুরেশহর প্রতিবছর বেশকিছু মানুষ পরিদর্শন করে থাকেন। পাথরের কারণে উঁচু বাড়ি-ঘর তুলতে না পারলেও কিন্তু পাথরটি ভাঙতে নারাজ শহরের মানুষরা।