২. পরিকল্পনা করুন : আপনার ভবিষ্যত জীবনের এবং বর্তমান জীবনের একটি সঠিক পরিকল্পনা তৈরি করুন। প্রতিদিনের হিসেব নিকেশ দিনের শেষে করুন। তৈরি করা পরিকল্পনা অনুযায়ী সঞ্চয়ের দিকে মনোনিবেশ করুন।
৩. অপ্রয়োজনীয় কাজগুলো ত্যাগ করুন : জীবনে আমরা অনেকেই অনেক বেশি অপ্রয়োজনীয় কাজ করে থাকি যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে না করলে তেমন কোনো ক্ষতি হয় না। এই ধরনের অপ্রয়োজনীয় কাজ যেমন অযথা শপিং করা, কোথাও ঘুরতে যাওয়া, অযথা কাউকে উপহার দেয়া বা খাওয়ানো এগুলো ত্যাগ করুন। এর ফলে আপনার সঞ্চয়ের মাত্রা অনেক বেশি বেড়ে যেতে পারে।
৪. ফিক্সড ডিপোজিট করুন : আমাদের অর্থ সঞ্চয়ের জন্য ব্যাংকগুলো অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। আপনি চাইলে এই সুযোগগুলো কাজে লাগিয়ে আপনার অর্জিত অর্থের কিছু অংশ বিনিয়োগ করতে পারেন। এভাবে ফিক্সড ডিপোজিট করলে আপনি অর্থ সঞ্চয়ও করতে পারবেন পাশাপাশি অতিরিক্ত মুনাফাও লাভ করতে পারবেন।