বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৪১:১৭

এক মেসিভক্তের কাণ্ড!

এক মেসিভক্তের কাণ্ড!

এক্সক্লুসিভ ডেস্ক : এক মেসিভক্তের কাণ্ড দেখে অনেকেই থমকে গেছেন। কারণ তিনি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির বুট মুছে দিলেন! ব্রাজিলে পৌঁছে বেলো হরিজন্টি স্টেডিয়ামে বুধবার অনুশীলনে নেমেছিল আর্জেন্টিনা ফুটবল দল। মেসিদের এ অনুশীলন দেখতে ওই স্টেডিয়ামে ফ্রি টিকিট জেতা ১০,০০০ দর্শক জড়ো হয়েছিল। হঠাৎই ঘটলো ঘটনাটা।

এক ভক্ত দৌড়ে এসে নুয়ে পড়ে মেসির বুট পলিশ শুরু করে। এ সময় নিচু হয়ে ভক্তের দিকে তাকিয়ে মৃদু হাসছিলেন মেসি। এর পরই ওই ভক্ত মেসিকে আলিঙ্গন করেন এবং তার সোয়েটারটি প্রিয় ফুটবলারকে উপহার দেন। এর পরই সেখানে নিরাপত্তাকর্মীরা চলে আসেন এবং ওই ভক্তকে সরিয়ে নিয়ে যান।

ফ্রি টিকিটে মেসিদের অনুশীলন দেখতে আসা ১৬ বছর বয়স্ক টিয়াগো টানুরে বলেন, ‘আমি মেসি, আগুয়েরোকে দেখতে এসেছি। আমি এই দলকে পছন্দ করি, এ দেশকে পছন্দ করি।’ ৩৬ বছর বয়স্ক গ্যালারির অন্য এক দর্শক বলেন, আমি একশ’ ভাগ ব্রাজিলের সমর্থক।’

উল্লেখ্য, ফ্রি টিকিটে অনুশীলন দেখতে আসা ১০,০০০ দর্শকের বেশির ভাগের গায়েই ছিল আর্জেন্টিনার জার্সি। ‘আজ এখানে অনেক ব্রাজিলিয়ানই আর্জেন্টিনার জার্সি পরে এসেছে। এতে আমি খুবই মর্মাহত।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে