পুরুষের কিছু অভ্যাস যা নারীর অপছন্দ
এক্সক্লুসিভ ডেস্ক : মেয়েরা বিয়ের পর স্বামীর বেশ কিছু বদঅভ্যাস সহ্য করতে পারে না। কারণ পুরুষের এমন কিছু বদঅভ্যাস আছে যা সত্যিই বিরক্ত মনে করে মেয়েরা। স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক যত ভালোই হোক না কেন, এসব বিষয় নিয়ে কম-বেশি ভোগান্তি পোহাতে হবে একজন স্ত্রীকে। তবে সব পুরুষেরই যে এমন বদঅভ্যাস আছে সেটাও কিন্তু নয়। আবার অনেক পুরুষের যে এ ধরনের বাজে অভ্যাস রয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
১. অপছন্দ : এ বিষয়টা অনেক মেয়েরই অপছন্দ। অবাক করা কোনো বিষয় নিয়ে হয়তো আপনি তার সঙ্গে আলাপ করতে গিয়েছেন। কিন্তু দেখবেন সে বিষয়টিতে কোনো আগ্রহই বোধ করে না। বিষয়টা অনেক সময় সম্পূর্ণ ইচ্ছাকৃত বলেই মনে হয়।
২. বন্ধু-বান্ধব : অনেক সময় মনে হয়, সে আপনাকে তার বন্ধুদের চেয়ে বেশি গুরুত্ব দেয়। কিন্তু বাস্তবে তা নয়। বাস্তবে সে সব সময়েই তার বন্ধুদের সবচেয়ে বেশি গুরুত্ব দেয়।
৩. ‘ফাইন’
আপনি যদি নতুন কোনো পোশাক পরে তার সামনে যান আর সুচিন্তিত মতামত জানতে চান, তাহলে বরাবরের মতো এ মন্তব্যটা শোনাই সম্ভব। কারণ মেয়েদের পোশাকের দিকে অতোটা মনযোগী নয় ছেলেরা। ফলে এক কথাতেই তারা তা প্রকাশ করে- ‘তোমাকে ফাইন দেখাচ্ছে।’
৪. প্যান্ট-শার্ট : আপনি পছন্দ করেন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে। কিন্তু আপনার সঙ্গী তেমনটা নন। তিনি তার প্যান্ট-শার্ট সবখানে ছড়িয়ে ছিটিয়ে রাখতেই পছন্দ করেন। কিন্তু এতে তার কোনো ভ্রুক্ষেপই নেই। তিনি একে অত্যন্ত স্বাভাবিক বলেই মনে করেন। খুব বেশি সমস্যা হলে তার সঙ্গে ঠাণ্ডা মাথায় বিষয়টি নিয়ে আলোচনা করুন। এটা আপনার কাছে যত বড় সমস্যা, অন্যের কাছে হয়তো তা নয়।
৫. কথা শোনা : আপনি তাকে অনেক কথাই বলতে পারেন, যা সে শুনতে পারেনি। কিন্তু চা বানানোর কথা বলার পর সে ঠিকই তার জন্য চা বানাতে বলবে। এক্ষেত্রে তার শোনার ক্ষমতা কিছু ক্ষেত্রে কাজ করে এবং কিছু ক্ষেত্রে কাজ করে না, বলেই মনে হতে পারে।
৬. শিশু : অনেক সময় তাদের বড় শিশু বলেই মনে হয়। কারণ তারা একা চলতে পারেনা বলেই মনে হয়। আর অসুস্থ হলে তো কথাই নেই। অনেক মেয়ের তাদের এ অভ্যাসকে ভালো লাগলেও অনেকের আবার খুবই অপছন্দ।
৭. অমনযোগ : এ অভ্যাসটি বহু পুরুষের মধ্যেই দেখা যায়। পুরুষেরা বহু অপ্রয়োজনীয় বিষয়ের দিকে মনযোগ দিলেও প্রয়োজনীয় কোনো দিকেই মনযোগ দেয় না। বিশেষ করে নারীর দৃষ্টিতে যা প্রয়োজনীয়, পুরুষের দৃষ্টিতে তা প্রয়োজনীয় নাও হতে পারে।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস