বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৪৫:২১

বোনকে বেড়াতে নিয়ে বিক্রি করল ভাই!

বোনকে বেড়াতে নিয়ে বিক্রি করল ভাই!

এক্সক্লুসিভ ডেস্ক : ছোট ভাই-বোন বড় ভাই বা বোনের কাছে কত বায়নাই না ধরে। এমনই এক ছোট বোন তার বড় ভাইয়ের কাছে নতুন দেশ দেখার বায়না করেছিল। কিন্তু তার ভাইটি যে বেড়াতে যাওয়ার নাম করে তাকে বেচে দিয়ে আসবে, তা সে ঘুণাক্ষরেও ভাবতে পারেনি; কিন্তু বাস্তবে তাই হয়েছে। ১৬ বছরের কিয়াবকে চীনে বেড়াতে নিয়ে যায় ভাই।


এরপর সেখানকার এক চীনা লোকের কাছে বোনটিকে বেচে দিয়ে একা বাড়ি ফিরে গেল। এক মাস ওই চীন পরিবারের কাছে থাকার পর পালিয়ে যায় কিশোরী কিয়াব। পরে স্থানীয় পুলিশের সহায়তায় ভিয়েতনামে ফিরে যায় সে। ভিয়েতনামের সীমান্তবর্তী লাও চাও শহরের এক আশ্রয় কেন্দ্রে ঠাঁই জোটে তার।

সে বলে ,‘আমার দৃষ্টিতে সে কোনো মানুষ নয়, জানোয়ার। নইলে নিজের বোনকে কেউ বেঁচে দেয়!’ বিষেশজ্ঞরা বলছেন এক সন্তান নীতির কারণে চীনে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা কমে গেছে। এ জন্য দেশটিতে প্রতিবেশী দেশগুলো যেমন, ভিয়েতনাম, উত্তর কোরিয়া, লাওস, কম্বোডিয়া ও মিয়ানমারের নারীদের চাহিদা রয়েছে।

এখন তারা সেখানকার মেয়েদের কিনে এনে বিয়ে করছে। লাও একা নয়। বিভিন্ন দেশের আরো বেশ কয়েকজন মেয়ে ওই উদ্বাস্তু শিবিরে এসে আশ্রয় নিয়েছে। এদেরকে তাদের ভাই, প্রেমিক বা কোনো নিকট আত্মীয় বিক্রি করেছে।  কিয়াব বলেন,‘আমি আগে নারী পাচার সম্পর্কে অনেক কথা শুনেছিলাম। কিন্তু নিজের জীবনে এমনটি ঘটবে কখনোই তা কল্পনা করতে পারিনি।’
 
এসব দেশে বেশ কয়েকটি নারী পাচারকারী চক্র গড়ে ওঠেছে। তারা সেসব দেশের বস্তি আর দরিদ্র এলাকার মেয়েদের টার্গেট করেছে। কিন্তু দক্ষিণপূর্ব এশিয়ার মানবাধিকার কর্মীরা অভিযোগ করে বলছেন, তারা বিয়ের নাম করে এসব মেয়েদের চীনে নিয়ে এসে জোর করে বিক্রি দিচ্ছে। আর এই অপরাধটি ঘটছে চীনা প্রশাসনের নাকের ডগা দিয়ে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে