শুক্রবার, ২৭ মে, ২০১৬, ১১:১৫:৩৭

মশা তাড়াতে এবার বিজ্ঞানীরা আবিষ্কার করলো আজব গাছ, জেনে নিন কি নাম?

মশা তাড়াতে এবার বিজ্ঞানীরা আবিষ্কার করলো আজব গাছ, জেনে নিন কি নাম?

এক্সক্লুসিভ ডেস্ক : মশার জ্বালায় অস্থির হয়ে উঠছেন? একে তো মশার কামড়টাই বিরক্তিকর। তারউপর মশার কামড়ে ভয়ঙ্কর সব রোগ হয়। ম্যালেরিয়ার মতো ভয়ঙ্কর রোগ তো ছিলই। এবার মশার কারণে জিকাও হচ্ছে এই পৃথিবীর বিভিন্ন দেশে। জিনিউজের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

মশা তাড়াতে কত কিছুই তো ব্যবহার করলেন। কত কিছুই তো কিনলেন। এমনকি পৌরসভার পক্ষ থেকে মশা মারতে কামানও ব্যবহার করা হচ্ছে। কিন্তু মশা তাড়াতে কোনো গাছের কথা শুনেছেন কখনো? সত্যিই এক আজব গাছ আবিস্কার করেছেন মার্কিন বিজ্ঞানীরা। গাছটির নাম সাইট্রনেলা খুব সহজেই গাছটি বাড়ির বারান্দায় অথবা ব্যালকনিতে লাগাতে পারেন। খুব বেশি পানি অথবা সারেরও প্রয়োজন হবে না। আর এই গাছ বেঁচেও থাকে অনেক বছর।

এই গাছটি থেকে একধরণের সুগন্ধি বাহির হয় যা মশাদের একেবারে অপছন্দ। আর এই গন্ধ পেলেই মশারা এই গাছের ত্রিসীমানায় ঘেষতে চায় না। গাছটি খরা প্রতিরোধেও কাজে আসে। এই ধরনের মাত্র ৬-৭ টি গাছ, এক একর জায়গাকে মশা মুক্ত রাখতে পারে।

সুতরাং মশার জ্বালায় যারা অতিষ্ঠ হয়ে আছেন তারা দু-তিনটি সাইট্রনেলা গাছ বাড়ীর চারদিকে কিম্বা ফ্ল্যাটের ব্যালকনিতে লাগিয়ে দেখতে পারেন কাজ হয় কিনা। তবে, মুশকিলও রয়েছে। কারণ, এই গাছ আমাদের দেশে এখনই পাওয়ার কোনো উপায় নেই। কিছুদিন অপেক্ষা তো করতেই হবে।
২৭ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে