বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৫২:৫০

অলস ব্যক্তিকেই নির্বাচিত করেন বিল গেটস

অলস ব্যক্তিকেই নির্বাচিত করেন বিল গেটস

এক্সক্লুসিভ ডেস্ক : অলস ব্যক্তিটিকেই কঠিন কাজ দেন বিশ্বের সেরা ধনী ও অন্যতম সফল একজন মানুষ বিল গেটস! অবিশ্বাস্যভাবেই কোনো কাজ সম্পন্ন বা আদায় করতে জানেন তিনি। যা স্বপ্ন দেখেন তা বাস্তবায়নে তার জুড়ি মেলা ভার।
     
চিন্তাভাবনায় যেমন দূরদৃষ্টিসম্পন্ন, তেমনি কাজের ক্ষেত্রেও আন্তরিক। চৌকস চরিত্রগুণের অধিকারী বিল গেটস ব্যবসায়িক ক্ষেত্রে আন্তরিকতা ও পণ্য-সেবা বিক্রিতে বিস্ময়কর সফলতা অর্জনে তার মত লোক মেলা ভার।

কাজের প্রতি তিনি এতটাই আন্তরিক ও একনিষ্ঠ যে অনায়াসেই স্বপ্নকেও ছাড়িয়ে যেতে পারেন। কিন্তু কীভাবে তা সম্ভব তার উত্তরটি যেভাবে তিনি দেন তা আপনাকে বিস্মিতই করবে- ‘আমাদের জন্য সফলতার প্রথম মূলমন্ত্র হলো, সব সময় খুব চৌকস ব্যক্তিদেরই কাজে নিয়ে আসুন। আমরা যদি উপযুক্ত ব্যক্তিদের নিয়োগ করে পূর্ণগতিতে সামনের দিকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করতে না পারি, তাহলে পেছনে পড়ে থাকাটাই হবে অনিবার্য পরিণতি। বদৌলতে কোম্পানিও বড় জোর মাঝারি বা নয় ভালো, নয় খারাপ অবস্থাতেই থেকে যাবে।’

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রয়াত প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং পারসোনাল কম্পিউটার বিপ্লবের পথিকৃৎ স্টিভ জবস একসময় বলেছিলেন, ‘আমি মনে করি যে, একজন গড়পড়তা মানের লোকের চেয়ে উত্তম মানের একজনের কাজের গতি ৫০ থেকে ১০০ গুণ বেশি হয়। তাই আমি সেরাদের মধ্যে যিনি সেরা, তাকেই নেয়ার পক্ষপাতী। এতে অধিকতর সুফল পাওয়া যায়। এ+ শ্রেণির একটি ছোট্ট দলের খেলোয়াড়েরাও ‘বি’ বা ‘সি’ শ্রেণির বিশাল দলকেও হারিয়ে দিতে পারে।’

বিশ্বের চতুর্থ সেরা ধনী ওয়ারেন বাফেটের বলেন, ‘কেউ একজন একবার বলেছিলেন, যদি কাউকে নিয়োগ দিতে হয় তাহলে তার চারিত্রিক সততা, বুদ্ধিমত্তা ও শক্তি-সামর্থ্য দেখেই কাজটি করা উচিত। এই তিনটি গুণের মধ্যে যদি প্রথমটি না থাকে, তবে পরের দুটি আপনার বিনাশ ঘটাবে। আপনি একবার ভেবে দেখুন, কথাটি ঠিক। আপনি যদি সৎ নয় এমন কাউকে নিয়োগ দিতে চান, তার অর্থ দাঁড়ায় সত্যিকার অর্থেই আপনি মূর্খ ও অলসদেরই নিতে চান।’

বিল গেটস যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ম্যাগাজিন ফোর্বস-এর তৈরি করা বিশ্বের সেরা ধনীদের তালিকায় চার বছর পর আবার শীর্ষস্থানে উঠে এসেছেন তিনি। বিল গেটস-এর সম্পদের মোট মূল্যমান ৭৬ বিলিয়ন বা ৭ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার। গত এক বছরে তার ধনসম্পদের মূল্য বেড়েছে ৯০০ কোটি ডলার।

বিল গেটসের সফলতার আরেকটি গোপন রহস্য, ‘আমি কঠিন কাজের জন্য একজন অলস ব্যক্তিকেই নির্বাচিত করি। কারণ, একজন অলস ব্যক্তিই কাজটি সম্পন্ন করার সহজ উপায় খুঁজে পান।’

সূত্র : বিজনেস টু কমিউনিটি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে