বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৫৬:৩৩

অসাধারণ প্রতারণা!

অসাধারণ প্রতারণা!

এক্সক্লুসিভ ডেস্ক : ব্রাজিল বিশ্বকাপ দেখার জন্য রিও ডি জেনিরোর পাহাড়চূড়া থেকে প্রভু যিশু কি আশীর্বাদ পাঠিয়েছেন সুদূর সাড়ে চারশো কিলোমিটার দূরের সাও পাওলোতে? নইলে কী করে পঙ্গু মানুষও অর্জন করে চলৎশক্তি, লাফিয়ে উঠে দু’পায়ে দাঁড়িয়ে যায় গোলের উচ্ছ্বাসে! এমন অলৌকিক সব কা-ই হচ্ছে বিশ্বকাপে। আসলে হচ্ছে জালিয়াতি।


ছাত্র, অবসর ভাতাভোগী ও শারীরিকভাবে চলৎশক্তিহীনদের জন্য বিশেষ হ্রাসকৃত মূল্যে টিকিট ছেড়েছিল ফিফা। কিন্তু সেই টিকিট চলে যাচ্ছে অন্যদের হাতে। তারাই এ টিকিট নিয়ে ঢুকেছেন স্টেডিয়ামে। শারীরিকভাবে সুস্থ লোকজন দিব্যি পঙ্গু সেজে হুইল চেয়ারে চড়ে চলে গিয়েছেন খেলা দেখতে।

তাদেরই কা-কারখানাই ধরা পড়েছে স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে। এমন ২২টি ছবি দেখেই অবৈধভাবে সুবিধা নেওয়া এ ফুটবল ভক্তদের খুঁজছে ব্রাজিল পুলিশ। সাও পাওলোর একটি ম্যাচে হুইলচেয়ারে বসা জনৈক মহিলা ফুটবল ভক্তের দাঁড়িয়ে যাওয়া ছবি দেখে একজন ব্রাজিল সমর্থকের মন্তব্য, 'বিশ্বকাপে অলৌকিক কত কিছুই না হচ্ছে।'

তবে ব্রাজিলিয়ান আইনজীবী সোনিতা হাওয়ার্ড এসব প্রমাণ দেখে বলছেন, 'তারা নিশ্চয়ই এখন আর নিজেদের এতটা চালাক ভাবছেন না।' স্পষ্টই বোঝা যাচ্ছে, বেহাত হয়ে যাচ্ছে বিশেষ সুবিধার হ্রাসকৃত মূল্যের এই টিকিটগুলো।

আবার অনেকেই বলছেন, পুলিশের জন্য ব্যাপারটা জটিল হয়ে যাবে এ জন্য যে, অনেকেই হয়তো লম্বা সময় দাঁড়াতে বা হাঁটতে না পারলেও কিছুক্ষণের জন্য দাঁড়াতে পারেন। তাই কে আসল আর কে নকল, সেটা বাছতেও অনেক কাঠখড় পোড়াতে হবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। সূত্র : টেলিগ্রাফ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে