বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৫৭:৪০

দুধ বিক্রি করে বুট ক্রয়!

দুধ বিক্রি করে বুট ক্রয়!

এক্সক্লুসিভ ডেস্ক : ভ্যালেন্সিয়া ফুটবল জগতের একটি পরিচিত নাম। আর এ নামের আদি রহস্য জানা গেল যে তিনি ফুটবলের বুট কেনার জন্য দুধ বিক্রি করেছিলেন। ভ্যালেন্সিয়া দুধ বিক্রি করতে সাহায্য করতেন তার বাবাকে৷ সঙ্গে স্বপ্ন দেখতেন, বড় ফুটবলার হওয়ার৷ যে সামান্য টাকা পেতেন, তাই দিয়েই কিনতেন ফুটবলের সাধারণ বুট!


সেই ফুটবলারের পেছনেই টাকার থলি নিয়ে দৌড়াতে চলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের কর্তারা৷ ইকুয়েডারের এনার ভ্যালেন্সিয়ার জীবনের গল্প এমনই নাটকীয়৷ একটা ম্যাচ বিশ্বকাপে নায়ক বানিয়ে দিয়েছেন এনার ভালেন্সিয়াকে৷ ব্রাজিলের বিরদ্ধে দুর্দান্ত খেলে হিরো হয়ে যাওয়া গিলেরমো ওচোয়ার মতো এনার ভ্যালেন্সিয়াকে নিয়েও তুমুল হইচই৷

যিনি নিজেই বলেছেন, 'দুধ বিক্রি করে যে স্বপ্ন দেখতাম, তা আজ পূরণ হলো৷' করিম বেঞ্জেমা, রবিন ফান পার্সি, টমাস মুলার, আর্জেন রবেন৷ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেক্সিকোর ক্লাব পাসুকার স্ট্রাইকারও৷ গ্রুপ লিগের দুটো ম্যাচ খেলে ভ্যালেন্সিয়ার নামের পাশেও তিন গোল৷

তারই জোড়া গোলের জন্যই হন্ডুরাসকে ২-১ হারিয়ে লিগ টেবলের দুইয়ে ইকুয়েডর৷ গোল পার্থক্যে সুইত্জারল্যান্ডকে পিছনে ফেলে, এক নম্বর টিম ফ্রান্সের ঠিক পরেই৷ গ্রুপ লিগের শেষ ম্যাচ ফ্রান্সের সঙ্গে৷ জিততে পারলে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত৷

ইকুয়েডরকে যিনি এমন স্বপ্ন দেখাচ্ছেন, তার তো বিশ্বকাপে টিমে থাকারই কথা নয়! যদি বা সুযোগ পেতেন, প্রথম দলে হয়তো থাকতে পারতেন না৷ এক বছর আগে ইকুয়েডরের নামী স্ট্রাইকার ক্রিশ্চিয়ান বেনিতেজ হূদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে এনার ভ্যালেন্সিয়ার সামনে রাস্তা খুলে যায়৷ ভ্যালেন্সিয়াকে উইংয়ের বদলে স্ট্রাইকারে খেলান কোচ রেনাল্ড রুয়েডা৷

সেই সুযোগ কাজে লাগিয়েই রাতারাতি হিরো হয়ে গিয়েছেন ২৫ বছরের স্ট্রাইকার৷ দেশের হয়ে ছ’টা ম্যাচ খেলে সাতটা গোল করেছেন ভ্যালেন্সিয়া৷ তার অবিশ্বাস পারফরম্যান্স দেখে চমকে গিয়েছে ফুটবল বিশ্ব৷ ইকুয়েডর কোচ রেনাল্ডো রুয়েডা বলেছেন, 'ভ্যালেন্সিয়া তো আমাদের টিমে এক বছরও খেলেনি৷

কিন্তু তার মধ্যে যতটুকু খেলেছে, নিজেকে সাফল্যের শীর্ষে নিয়ে গিয়েছে৷' ভ্যালেন্সিয়ার সাফল্যের কারণ কী? ইকুয়েডর কোচের কথায়, 'আমার মনে হয়, ভ্যালেন্সিয়া প্রচুর উন্নতি করেছে৷ হন্ডুরাসের বিরুদ্ধে শুরুতে ০-১ গোলে পিছিয়ে ছিল ইকুয়েডর৷

৩১ মিনিটে কার্লো কস্টলির করা গোলে৷ সুইজারল্যান্ডের বিরুদ্ধে গোল করা স্ট্রাইকার ভ্যালেন্সিয়া ৩৪ ও ৬৫ মিনিটে জোড়া গোল করে জেতান ইকুয়েডরকে৷ ম্যাচের পর সফল ফরোয়ার্ড বলেই দিয়েছেন, 'যে কোনও ফুটবলারই ছেলেবেলা থেকে স্বপ্ন দেখে, বিশ্বকাপে গোল করবে৷ ঈশ্বরকে ধন্যবাদ দেব, আমার স্বপ্ন পূরণ হওয়ার জন্য৷' সূত্র : ওয়েবসাইট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে