বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:০১:৩১

এটিএম ছাড়াই টাকা মিলবে!

এটিএম ছাড়াই টাকা মিলবে!

এক্সক্লুসিভ ডেস্ক : টাকা তোলা জন্য এক সময় ব্যাংকে গিয়ে লাইন ধরে অপেক্ষা করতে হতো। এটিএম ব্যবস্থা চালু হওয়ার পর সেই অপেক্ষার পালাটাও অনেক কমে আসে। আর এখন থেকে টাকা তোলর জন্য কোন এটিএমও প্রয়োজন হবে না। এটিএম ছাড়াও টাকা তোলা যাবে। এমনই ব্যবস্থা শুরু করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

এখন থেকে আর এটিএম-এর জন্য হন্যে হয়ে ঘুরতে হবে না আপনাকে। বড় বা নামী দোকানে বিশেষ সোয়াইপ মেশিন থাকলে ১০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত নগদ অর্থ হাতে পাওয়া যাবে। স্টেট ব্যাঙ্ক এই স্কিমের নাম দিয়েছে ক্যাশ অ্যান্ড পশ।

ইতোমধ্যেই ভারতের বেশ কয়েকটি বড় শহরে ক্যাশ অ্যান্ড পশ ব্যবস্থা চালু হয়েছে।

এসবিআই-এর এটিএম চ্যানেল ম্যানেজার কৃষ্ণ মূর্তি বলেন, গ্রাহকদের সুবিধার জন্য বিভিন্ন শহরে খুব শিগগির ক্যাশ অ্যান্ড পশ স্কিম চালু করা হবে। শহরের বড় দোকান থেকে এ ভাবে নগদ অর্থ পেতে পারবেন গ্রাহকরা। তবে এই বিশেষ সোয়াইপ মেশিনটি গুটি কয়েক দোকানেই থাকবে।

ব্যাংকের গ্রাহকরা জুলাই মাস থেকেই এই সুযোগের আওতায় করতে পারবেন। পরিবর্তে মোট টাকার (যে অর্থটি দোকান থেকে তোলা হবে) এক শতাংশ সার্ভিস চার্জ হিসেবে দিতে হবে ব্যবহারকারীদের। ধারণা করা হচ্ছে এই ব্যবস্থা চালু হওয়ায় সাধারণ মানুষ অনেকটা স্বস্তি পাবেন।

এসবিআই শহরের বড় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে চুক্তি করা হবে। মলের দোকান ছাড়া, অন্যান্য বড় দোকান, যেখানে এসবিআই-এর সোয়াইপ মেশিন রয়েছে সেখানেও এই ব্যবস্থা চালু হবে। সূত্র : ওয়েবসাইট।

২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে