বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:০২:৪৮

প্রেম-তালার ভারে ভেঙে গেল সেতু!

প্রেম-তালার ভারে ভেঙে গেল সেতু!

এক্সক্লুসিভ ডেস্ক : প্যারিসে পর্যটকদের রেখে যাওয়া ‘প্রেম-তালা’র (লাভ-লক) ভারে পন্ট ডেস আর্টস সেতুর কিছু অংশ ভেঙে পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

রোববার রাতে এই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনার ফলে সোমবারও বন্ধ রাখা হয় সেতুটি।

জানা গেছে, বহুদিন থেকেই পর্যটকেরা তাদের রোমান্টিক স্মৃতি হিসেবে এই সেতুটিতে একটি নতুন তালা লাগিয়ে চাবিটি নদীতে ফেলে দেন। বছরের পর বছর ধরে তালা লাগানোর ফলে সেতুটিতে হাজার হাজার তালা ঝুলছিল।

অনেকেই বলছেন, রোববার রাতে এই সেতুটিতে তালা ঝুলিয়ে এসেছেন আমেরিকার প্রখ্যাত মডেল কোর্টনি কার্দাশিয়ান ও তার বয়ফ্রেন্ড স্কট ডিসিক। তারা তালা ঝোলানোর পরই নাকি সেতুটি ভেঙে পড়ে!

সেতুটি রক্ষার জন্য স্থানীয়রা তালা লাগানোর প্রথা নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।

১৮০৪ সালে সেতুটি নির্মিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ১৯৮০-এর দশকে এটি নতুন করে তৈরি করা হয়।

ইউরোপের বেশকিছু সেতুতে লাভ-লক লাগানোর প্রথা প্রচলিত রয়েছে।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে