বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:০৪:৩৪

‘টাকার বৃষ্টি’!

‘টাকার বৃষ্টি’!

এক্সক্লুসিভ ডেস্ক  টাকার জন্য মানুষ করছে না এমন কোন কাজ নেই। কিন্তু টাকা যে বাতাসে উড়ে সে খবর কে রাখে! আর এটি সত্যিই প্রমাণিত হলো। এমন অবাস্তবটি বিষয়টি বাস্তবে রূপ নিল ভারতের বুজুর্গ গ্রামে।

এক্সক্লুসিভ ডেস্ক - ভারতের উত্তর প্রদেশের বুজুর্গ গ্রাম ‘শতাব্দী এক্সপ্রেস’ নামের চলন্ত ট্রেনটি থেকে হাজার হাজার টাকার নোট বাতাসে উড়তে থাকে। দেখে মনে হয় যেন ‘টাকার বৃষ্টি’।

জানা গেছে, ক্ষেতে কাজ করতে আসা চাষিরা নিজেদের কাজে মগ্ন। এসময় হয়তো কোনো এক কৃষকের চোখে ধরা পড়ে বাতাসে টাকার বৃষ্টি! মুহূর্তেই কাজ ফেলে রেল লাইন ধরে ট্রেনের পেছন পেছন ছুটছেন আর বাতাস থেকে টাকা ধরছেন।  

তার দেখাদেখি কাজ ছেড়ে পাথুরে রাস্তায় দৌড়াতে থাকে অন্য কৃষকরাও। এ যেন এক চুম্বক আকর্ষণ। ট্রেনটি যেন সবাইকে আকর্ষণ করছে তার দিকে। বুজুর্গ গ্রাম থেকে মহেসারা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তায় এভাবে টাকার জন্য দৌঁড় প্রতিযোগিতা করেছে গ্রামবাসী। অনেকে পাথুরে রাস্তায় দৌড়াতে গিয়ে পড়ে গিয়ে আহত হন।

ট্রেনটি স্থানীয় রেলগেটে অবস্থানকালে ঘটনাটি চোখে পড়ে ক্যাবিনম্যান দিলীপ সৈনিরও। তবে অন্যদের মত টাকার পেছনে না দৌঁড়ে তিনি তাৎক্ষণিক খবর দিলেন স্থানীয় পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে টাকার বিষয়ে খোঁজ নেয়। তবে টাকার বিষয়ে তখন কোনো তথ্যই পাওয়া যায়নি। এ ঘটনায় পরবর্তীতে কাউকে আটক করা হয়েছে কি না তাও জানা যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে