১. বন্ধু আসলে আপনার চেয়ে স্মার্ট : এটা ঝুঁকিপূর্ণ বিষয়। মোটেও হতবাক হবেন না যদি প্রেমিকা আপনার প্রেমিকা বন্ধুকে বেশি স্মার্ট মনে করেন। এ ক্ষেত্রে অপেক্ষায় থাকুন। যেহেতু আপনার প্রেমিকা তাই আপনার সঙ্গে সময় কাটাতে হয় তার এবং খুব শিগগিরই গোটা ব্যাপরটি তার কাছে বিরক্তিকর হয়ে উঠবে। তখন এই পরিস্থিতিকে সামাল দিতে একমাত্র ব্যক্তি হয়ে উঠবেন আপনার ওই বন্ধু।
করণীয়- সুযোগ পেলেই বন্ধুকে আরো খোলামেলা করে তুলুন প্রেমিকার কাছে। সবার জীবনে ঘটে এমন কিছু গল্প বলুন তাকে যে গল্পের একটি চরিত্র আপনার বন্ধু। তবে তাকে হিরো বানাতে যাবেন না। আবার তাকে পরাজিতও করবেন না। কারণ, তাকে স্মার্ট মনে করলেও আপনাকেই ভালোবাসে মেয়েটি।
২. তাদের দুজনের মধ্যে মিল বেশি : যার সঙ্গে সম্পর্ক গড়েছেন তিনি আপনার সঙ্গে মানানসই কিনা তা খেয়াল করুন। আপনাদের চালচলন, চিন্তা-ভাবনা এবং চাওয়া-পাওয়ার বিষয়ে মিল থাকতে হবে। তবেই দুজনের সম্পর্ক টানাপড়েন ছাড়া এগিয়ে যাবে। হতে পারে প্রেমিকার মনে এমন পরিকল্পনা এখনো নেই যে আপনার বন্ধুকেই বেছে নিবেন।
করণীয়- এ ক্ষেত্রে নিজের আচার-আচরণের দিকে মন দিতে হবে। তাকে সুখী করার চেষ্টা করুন। তার সামনে বন্ধুকে ছোট করার চেষ্টা করবেন না। বরং নিজের ব্যাপারে আত্মবিশ্বাস গড়ে তুলুন।
৩. প্রেমিকা আপনার হিংসুটে ভাব দেখতে চান : অধিকাংশ নারীই মনে করেন, প্রেমিককে বশে রাখতে হলে তাকে সব সময় ঝুলিয়ে রাখতে হয়। অন্য ছেলে বা বন্ধুদের বিষয়ে তার মনে হিংসার জন্ম দিতে হয়। যদিও এতে আদৌ কাজ হয় কিনা তা তারা জানেন না। তাদের উদ্দেশ্য থাকে, সম্পর্কের বিষয়টি নিয়ে আপনি অস্থির হয়ে থাকুন।
করণীয়- কাজেই মস্তিষ্ক ঠাণ্ডা রাখুন। কারণ প্রমিকা আপনাকে কেন্দ্র করে তার নাটক সাজিয়েছে। তাই একজন হিংসুটে প্রেমিকের ভূমিকায় সফলতা দেখানোর চেষ্টা করুন। সিরিয়াস হয়ে পড়বেন না।
৪. বন্ধুর সঙ্গেই ভালো বোধ করে প্রেমিকা : মেয়েটি যদি আপনার সঙ্গ অপেক্ষা বন্ধুর সঙ্গকে বেশি আনন্দদায়ক মনে করেন, তবে তা গুরুত্বের সঙ্গে দেখতে হবে। মনে রাখবেন, প্রেমিকা যখন আপনার সঙ্গে থাকেন তখন তার বিশেষ কিছু করার থাকে। তখন তিনি নিজের সবটুকু উজাড় করে দিতে চাইবেন আপনাকে, তবে বন্ধুকে নয়।
করণীয়- এ ক্ষেত্রে তার ওপর কোনো চাপ প্রয়োগের চেষ্টা করবেন না। আপনার কাছের বন্ধু প্রেমিকারও কাছের বন্ধু হতে পারেন। আর এভাবেই ব্যাপারটিকে তুলে ধরবেন তার কাছে। এরপর নিজে অপেক্ষা করতে থাকুন। প্রেমিকার বুঝতে বেশি দিন লাগবে না যে, আপনার বন্ধু আসলে আপনি নন।
৫. হতে পারে প্রেমিকা আপনাকে খুশি করতে চাইছেন : এ বিষয়টি এমন হতে পারে যে, আপনার বন্ধুর সঙ্গে সহজভাবে মিশে প্রেমিকা দেখাতে চাইছেন যে তিনিও আপনার বন্ধুমহলের একজন। তা ছাড়া বয়ফ্রেন্ডের বন্ধুদের কাছে নিজের গ্রহণযোগ্যতা মেয়েদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি হয়তো যথেষ্ট দূরত্ব রেখেই মিশছেন, কিন্তু সহজভাবে। যেনো আপনার বন্ধুও তার পুরনো বন্ধু। আবার আপনি নিশ্চয় এমন একটি মেয়েকে পছন্দ করবেন না যিনি নিজে আপনার বন্ধুদের থেকে দূরে থাকে এবং আপনাকেও রাখতে চায়?
করণীয়- যদি মনে হয় তার এ মেলামেশায় আপানার কোনো অভিযোগ না থাকায় প্রেমিকা তার সুবিধা নিচ্ছে, তাহলে আরো সাবধান হয়ে যান এবং পরিস্থিতি স্মার্টলি নিয়ন্ত্রণ করুন। প্রেমিকাকে যেমন শাসাতে যাবেন না, তেমনি বন্ধুর কথাও অতিমাত্রায় তার সামনে তুলে ধরবেন না। অন্যান্য বন্ধুদের নিয়েও কথা বলুন। তাকে বোঝান যে আপনার এমন বন্ধু আরো রয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস