রবিবার, ২৯ মে, ২০১৬, ০৮:৫০:২৫

কোকাকোলার অজানা সাত ব্যবহার, জানলে চমকে যাবেন!

কোকাকোলার অজানা সাত ব্যবহার, জানলে চমকে যাবেন!

এক্সক্লুসিভ ডেস্ক : ঠাণ্ডা পানীয় হিসেবে কোকাকোলার নাম সবার কাছে পরিচিত। কিন্তু কোকাকোলা যে আপনাকে অন্তত আরো অনেক রকমেরর কাজে সাহায্য করতে পারে, তা কি জানেন?

থালাবাসন ধোয়ায় কোকাকোলা : বাসন পরিষ্কার করতে গিয়ে দেখলেন সাবান নেই৷ মুস্কিল আসান করতে পারে কোকাকোলা। কোকাকোলা থাকলে তা দিয়ে ভিজিয়েই ধুয়ে ফেলতে পারেন সব থালাবাসন৷ কড়াই বা হাঁড়িতে অনেক তেল-চর্বি জমেছে? কোকাকোলা ঢেলে কিছুক্ষণ গরম করুন, তারপর ঘষে ঘষে ধুয়ে নিন, দেখবেন বাসন চকচক করছে!

কাপড়ের দাগ নিমেষে উধাও : কাপড়ের দাগ দূর করতে পারে কোকাকোলা৷ রক্ত বা তেলের দাগ হলে অল্প কিছুক্ষণ কোকাকোলা দিয়ে কাপড়টা ভিজিয়ে রাখার পর ভালোভাবে ধুয়ে নিলেই দাগ চলে যাবে৷ তবে সাদা বা হাল্কা রঙের কাপড়ে কোকাকোলা ব্যবহার না করাই ভালো, কেননা, কোকাকোলার নিজস্ব রং-ও আছে এবং সেই রং কাপড়ের রং-কে কিছুটা বদলে দিতে পারে৷

রান্নায় কোকাকোলা : হ্যাঁ, রান্নাতেও কোকাকোলা ব্যবহার করা যায়৷ বিশেষ করে সয়া সস জাতীয় কিছু ব্যবহার করতে হয় এমন খাবারে সসের পরিবর্তে কোকাকোলা দিয়ে রান্না করলে খেতে ভালোই লাগে৷

পোকামাকড় দূরে রাখতে : বাইরে খাবারের গন্ধ পেলেই মাছি এসে ভন ভন করতে শুরু করে৷ খাবারে মাছি বসলে সেই খাবার খেতে কার ভালো লাগে! হাতের কাছে কোকাকোলা থাকলে এমন সমস্যায় পড়তে হবে না৷ একটা কাপে কোকাকোলা নিয়ে কাপটা একটু দূরে রেখে দিন, দেখবেন রান্না করা খাবার ছেড়ে সব মাছি ওই কোকাকোলার কাপে গিয়ে বসছে৷

গাড়ির কাঁচ ঝকঝকে করে কোকাকোলা : গাড়ির কাঁচ ময়লা হলে এক টুকরো কাপড় কোকাকোলায় ভিজিয়ে সেই কাপড় দিয়ে কাঁচটা মুছে ফেলুন৷ কাঁচ পরিষ্কার হয়ে যাবে৷

গাছের উপকারে কোকাকোলা : গাছের ফলন বৃদ্ধিতেও সহায়তা করে কোকাকোলা৷ দেখা গেছে, এক ধরণের ফুল গাছের গোড়ায় মাঝে মাঝে কোকাকোলা ঢেলে দিলে সেই গাছে আরো বেশি ফুল হয়৷

তবে কোকাকোলার ক্ষতিও অনেক : ভুলবেন না গরমে কোকাকোলা যত ভালোই লাগুক, ঘরে যত রকম কাজেই ব্যবহার করা যাক না কেন, কোকাকোলা কিন্তু শরীরে ক্ষতিও করে৷

কোকাকোলা বেশি পান করলে ডায়াবেটিস হতে পারে৷ এছাড়া চোখের সমস্যা, দাঁতের সমস্যা, মাথা ঘোরা, স্মৃতিশক্তি লোপ পাওয়া – এ সবও হতে পারে কোকাকোলার কারণে৷
২৯ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে