বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:১৩:০৫

শূকরের বাঁচার কাহিনী : চায় স্বাধীনতা!

শূকরের বাঁচার কাহিনী : চায় স্বাধীনতা!

এক্সক্লুসিভ ডেস্ক : এই সুন্দর পৃথিবীতে কে না বাঁচতে চায়। তার এক জ্বলন্ত প্রমাণ একটি শূকরের জীবনকাহিনী। স্বাধীনতা চায় সবাই। আর বাঁচার স্বাধীনতা তো আছেই প্রত্যেকটি জীবের। কিন্তু প্রকৃতির নিয়মে অনেক ক্ষুদ্র জীবকে হার মানতে হয় অধিক ক্ষমতাবান ও বুদ্ধিশীল জীবের কাছে।

সত্যি বলতে মানুষের কাছে। যেন পৃথিবীই নতজানু হয়ে বশ্যতা স্বীকার করছে মানুষের কাছে। তবুও অঙ্ক মাঝের মধ্যে ভুল হয়। আর ভুল অঙ্ক কঠিন বাস্তবকে চিনিয়ে দেয়। কিছু ছোট ঘটনাও চোখ খুলে দেয় আমাদেরকে। চীনের গুয়াংডং প্রদেশের ফোশান রোড দিয়ে যাচ্ছিল একঝাঁক শূকর বোঝাই লড়ি।

শূকরগুলো হয়তো জানে আর কয়েকঘণ্টার মধ্যে তাদেরকে কসাই করা হবে। জাল দিয়ে আটকানো রয়েছে। কিন্তু জাল ছিঁড়ে বেরিয়ে যাবার জন্য আপ্রাণ চিৎকার শূকরছানাগুলোর। ব্যর্থ তাদের প্রচেষ্টা। অসহায়ভাবে একে অপরের নিজেদেরকে আঁকড়ে ধরে। মৃত্যু তাদের হাতছানি দিয়ে ডাকছে।

মনে করিয়ে দেয় দনিমোদ সিনেমার একটি ছোট্ট মাছের কাহিনী। অ্যাকোরিয়ামে থাকা সামুদ্রিক মাছগুলি কতবারই চেষ্টা করেছে অতল সমুদ্রে ফিরে যাবার জন্য। বার বার ব্যর্থ হয়েছে। কিন্তু হার মানেনি। ছোট্ট নিমো মানুষের মায়াজাল থেকে বেরিয়ে আসতে পেরেছিল। তেমনই বেরিয়ে এসে বাস্তবের মাটিতে পা রাখে এক শূকরছানা। জাল ছিঁড়ে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেয়।

১৬ ফুট উঁচু থেকে ঝাঁপ দিয়েও অক্ষত থাকে শূকরটি। এ সব কিছুরই সাক্ষী ছিল পেছনে গাড়িতে থাকা এক যুবক। শূকর ছানাটিকে পুলিশ স্টেশনে রাখা হয়েছে। কিন্তু তারপর। শূকরের ভাগ্য এরপরে কী হবে, সেটা অনেক পরের কথা। তবে বলে রাখা ভালো, ভুল অঙ্ক ভুলই হয়।

২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে