বিশ্বের অনেকেরই দৃঢ় বিশ্বাস, মহা সুখে তেলাপোকা খেতে ভালোবাসেন চীনারা। পাতে তেলাপোকার চচ্চড়ি পড়ে কি না জানা নেই, তবে চিনে বিভিন্ন জড়িবুটি তৈরি করতে তেলাপোকার খুব কদর। আর এই তথ্য ভিত্তি করেই অভিনব ব্যবসা ফেঁদে বসেছেন পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের ওষুধ প্রস্তুতকারী সংস্থার প্রাক্তন কর্মী বছর সাঁত্রিশের ইউয়ান মেক্সিয়া। গ্রামের বাড়িতে ডিম ফুটিয়ে তেলাপোকার বংশবৃদ্ধিই তার ধ্যান-জ্ঞান। জানা গিয়েছে, আপাতত তার হেফাজতে রয়েছে এক লক্ষ তেলাপোকা।
কিন্তু এত কিছু থাকতে তেলাপোকাই কেন? ইউয়ান জানিয়েছেন, দেশি ওষুধের উপাদান হিসেবে মোটা দামে তেলাপোকা কেনে চীনের বেশ কিছু সংস্থা। তাই শিশু অবস্থা থেকে খাইয়ে-দাইয়ে তাদের গায়েগতরে নধর করে তোলেন তিনি। তারপর পানিতে চুবিয়ে নিকেশ করে ফের চড়া রোদে শুকিয়ে প্যাকিং বাক্সে ভরে ফেলেন। সপ্তাহের নির্দিষ্ট দিনে ওষুধ প্রস্তুতকারী সংস্থার লোক এসে নগদ ফেলে বাক্স নিয়ে যায়।
তেলাপোকা বেচে কত আয় হয়? ইউয়ান জানাচ্ছেন, প্রতি কিলো 'প্যালমেটো' প্রজাতির তেলাপোকা বেচে পাওয়া যায় ১০০ ডলার। উল্লেখ্য, এই বিশেষ বিশালাকৃতির উড়ন্ত তেলাপোকা মূলত আমেরিকায় পাওয়া যায়। সাধারণত, একটু উষ্ণ ও স্যাঁতসেঁতে বাসস্থানেই বংশবৃদ্ধি করতে পছন্দ করে তারা। খেতে ভালোবাসে মিষ্টি আর ভাতের মাড়।
ইউয়ান কিন্তু তার স্বল্পায়ু পোষ্যদের যথেষ্ট দেখভাল করেন বলে দাবি করেছেন। শেষ পর্যন্ত তাদের হত্যা করতে হলেও, যত দিন বাঁচে ততদিন তেলাপোকাদের নিজের সন্তানের মতোই আগলে রাখেন তিনি। তবে নিজে তাদের সঙ্গে একত্রে বাস করায় আপত্তি রয়েছে তুখোড় পোকা ব্যবসায়ীর। তিনি থাকেন সিকিয়ান প্রদেশে। ধুরন্ধর ব্যবসায়ী হিসেবে সমাজে ইতিমধ্যে দস্তুরমতো 'সেলেব' হয়ে উঠেছেন ইউয়ান মেক্সিয়া। - ওয়েবসাইট।