নাসার ক্যাসিনি নামে একটি মহাকাশ যান টাইটান থেকে কিছু নমুনা সংগ্রহ করে তাতে কয়েক রকম অনুর এক মিশ্রণ দেখতে পায়। ক্যাসিনির গবেষণায় দেখা গেছে, সেই অনু মিশ্রণ থেকে বিকিরণ ঘটে ভিন্ন ধরণের তরঙ্গ দৈর্ঘ্যের। যা কমলা বর্ণ ধারণ করে। এবং সেখান থেকে বিশেষ ধরণের গন্ধ উৎপন্ন হয়। জ্যোতির্বিজ্ঞানীরা এই গন্ধকে অনেকটা গ্যাস স্টেশনের গন্ধের সঙ্গে তুলনা করেন। কোন এক ধরনের হাইড্রোকার্বন গ্যাস এ গন্ধের কারণ হতে পারে।
বিজ্ঞানীরা নাইট্রোজেন ও মিথেন গ্যাসের যৌগ নিয়ে পর্যবেক্ষণের পর তাতে বেনজিন নামে তৃতীয় আরেকটি গ্যাস যোগ করেন। এই তিন ধরণের গ্যাস মিলিত হওয়ার পর অনেকটা টাইটান গ্রহের মত গন্ধ ছড়ায়।