বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:১৬:২৮

উপগ্রহ টাইটানের রং-গন্ধের রহস্য উদ্ঘাটন

উপগ্রহ টাইটানের রং-গন্ধের রহস্য উদ্ঘাটন

এক্সক্লুসিভ ডেস্ক : শনি গ্রহের প্রধান উপগ্রহ টাইটানের কমলা রং ধারণ ও গন্ধের রহস্য উদঘাটন হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা এ রহস্য উদঘাটন করে। অজ্ঞাত রাসায়নিক যৌগের কারণেই উপগ্রহটির রং এমন দেখায় বলে জানায় তারা।


নাসার ক্যাসিনি নামে একটি মহাকাশ যান টাইটান থেকে কিছু নমুনা সংগ্রহ করে তাতে কয়েক রকম অনুর এক মিশ্রণ দেখতে পায়। ক্যাসিনির গবেষণায় দেখা গেছে, সেই অনু মিশ্রণ থেকে বিকিরণ ঘটে ভিন্ন ধরণের তরঙ্গ দৈর্ঘ্যের। যা কমলা বর্ণ ধারণ করে। এবং সেখান থেকে বিশেষ ধরণের গন্ধ উৎপন্ন হয়। জ্যোতির্বিজ্ঞানীরা এই গন্ধকে অনেকটা গ্যাস স্টেশনের গন্ধের সঙ্গে তুলনা করেন। কোন এক ধরনের হাইড্রোকার্বন গ্যাস এ গন্ধের কারণ হতে পারে।

বিজ্ঞানীরা নাইট্রোজেন ও মিথেন গ্যাসের যৌগ নিয়ে পর্যবেক্ষণের পর তাতে বেনজিন নামে তৃতীয় আরেকটি গ্যাস যোগ করেন। এই তিন ধরণের গ্যাস মিলিত হওয়ার পর অনেকটা টাইটান গ্রহের মত গন্ধ ছড়ায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে