বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:১৯:৪২

মৃত্যুশিল্প সমৃদ্ধ হচ্ছে চীনে!

মৃত্যুশিল্প সমৃদ্ধ হচ্ছে চীনে!

এক্সক্লুসিভ ডেস্ক : বয়ষ্ক মানুষ বৃদ্ধি পাওয়ার কারণে মৃত্যুশিল্প সমৃদ্ধ হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীনে! চীনের বয়স্ক মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। আর এ বয়স্ক মানুষের অনেকেই স্বাভাবিকভাবেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন।


এ বিপুলসংখ্যক মৃতদেহের ব্যবস্থাপনার জন্য চীনে গড়ে উঠছে নানা প্রতিষ্ঠান। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার। চীনের এ বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি ও তাদের মৃত্যুর বিষয়টি উঠে এসেছে ব্যাংক অফ আমেরিকার মেরিল লিঞ্চ (বিএএমএল) রিপোর্টে।

এতে তারা মৃত্যু-পরবর্তী নানা কার্যক্রমের জন্য গড়ে ওঠা ‘মৃত্যুশিল্প’ সম্বন্ধে নানা বিষয় তুলে ধরেছে। তারা জানিয়েছে, ৬৫ বছরের বেশি বয়সের জনসংখ্যা চীনে দ্রুত বাড়ছে। বর্তমানে চীনে ৬৫ বা তার চেয়ে বেশি বয়সের মানুষ প্রায় ১১ কোটি ৯০ লাখ। তবে তা ২০৫০ সাল নাগাদ দ্বিগুণ হয়ে যাবে। জনসংখ্যার বয়স্ক অংশের বৃদ্ধিতে মৃত্যুর হারও বাড়বে।

২০১৫ সালে চীনে প্রায় ১ কোটি চার লাখ মানুষ মারা যাবে বলে ধারণা করা হচ্ছে। বিএএমএল রিপোর্ট অনুযায়ী চীনের এ ‘মৃত্যুশিল্প’ বছরে ১৭ ভাগ করে বাড়বে। একইসঙ্গে বাড়ছে লাশ কবর দেওয়া ও অন্ত্যেষ্টিক্রিয়ার খরচও। যার আর্থিক মূল্য দাঁড়াবে বছরে ১০০ মিলিয়ন ইউয়ান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে