বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:২১:২৬

মেসি যা খেতে পছন্দ করেন

মেসি যা খেতে পছন্দ করেন

এক্সক্লুসিভ ডেস্ক : শুধু আর্জেন্টিনার ভক্তদের কাছেই তিনি প্রিয় খেলোয়াড় নন। সমগ্র ফুটবল দুনিয়ায় এমন ভক্ত পাওয়া যাবে না যিনি মেসির শৈল্পিক ফুটবলের ভক্ত নন। এমন কি ব্রাজিলের অনেক অন্ধ ভক্ত আছে যারা মেসি খেলার প্রশংসা সারাক্ষণই করে থাকে।


এই বিশ্ব নন্দিত ফুটবল তারকার প্রিয় খাবার সম্পর্কে একটু জেনে নিন।

পটেটো পুডিং। আর্জেন্টিনার বিখ্যাত একটি খাবার এটি। স্প্যানিশ ভাষায় স্থানীয়ভাবে এই খাবারের নাম টর্টিলা ক্যাম্পেসিনা। ফুটবল জ্বরে আক্রান্ত হয়েই আপনাদের জন্য রইলো আর্জেন্টাইন এই খাবারের রেসিপি। যা ডি মারিয়া-মেসিরা হরহামেশা খেয়ে থাকেন।

উপকরণ : অলিভ অয়েল, ৪টি পেঁয়াজ, ১০০ গ্রাম বেকন, ১ চা চামচ রসুনের পাউডার, ১ কিলোগ্রাম সেদ্ধ আলু (খোসা শুদ্ধ টুকরো করে কাটা), ৬ টেবিল চামচ ক্রিম, ২ চা চামচ প্যাপরিকা, লবণ,  গোলমরিচ ও ১২টি ডিম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে