সম্প্রতি ভারতে শাদি ডটকমের করা এক জরিপে সবচেয়ে জনপ্রিয় বাবা হয়েছেন শাহরুখ খান। এ তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও আছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে আইএএনএস।
এরপরেই জনপ্রিয় বাবার তালিকায় রয়েছেন শচীন টেন্ডুলকার ও অমিতাভ বচ্চন। জরিপে ভারতের মধ্যে জনপ্রিয় বাবা নির্বাচিত করতে গিয়ে নারীদের অধিকাংশই ভোট দিয়েছেন শাহরুখকে। বর্তমানে তিন সন্তানের বাবা বলিউডের এ তারকা।
জনপ্রিয় বাবা হিসেবে শাহরুখ পেয়েছেন ৪২ দশমিক ৯ শতাংশ ভোট, টেন্ডুলকার পেয়েছেন ৩৬ দশমিক ৯ শতাংশ ভোট আর অমিতাভ বচ্চন পেয়েছেন ২০ দশমিক ৬ শতাংশ ভোট। ভারতের বাইরে জনপ্রিয় বাবা হয়েছেন বারাক ওবামা।
আন্তর্জাতিক ক্ষেত্রে জনপ্রিয় বাবার স্বীকৃতি পেয়েছেন বারাক ওবামা। তিনি পেয়েছেন ৪০ দশমিক ৩ শতাংশ ভোট। তার পরেই ৩১ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন উইল স্মিথ।
এরপর ১৫ দশমিক ২ শতাংশ ভোট পাওয়া ডেভিড বেকহ্যাম ও ১৩ দশমিক ১ শতাংশ ভোট পাওয়া রজার ফেদেরার। বাবা-মেয়ের সম্পর্কের বিবেচনায় জনপ্রিয়তার শীর্ষে আছেন শাহরুখ ও তার মেয়ে সুহানা।