বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:২৮:৫৫

ইতালি শীতল গ্লাভস পরবে!

ইতালি শীতল গ্লাভস পরবে!

এক্সক্লুসিভ ডেস্ক : ইতালির খেলোয়াড়রা শীতল গ্লাভস ব্যবহার করবে বলে জানা গেছে! দক্ষিণ আমেরিকার গ্রীষ্মকালীন তাপ থেকে মুক্তির উপায় খুঁজছিল আজ্জুরিরা। ব্রাজিলে প্রচণ্ড গরমে ওজন কমে যাওয়ার হাত থেকে রক্ষা পেতে চলমান বিশ্বকাপে তারা শীতল গ্লাভস পরে খেলবে বলে ইতালির এক কর্মচারী জানিয়েছেন।


ওই কর্মচারী আরো জানিয়েছে, এতে কিছু সীমাবদ্ধতা রয়েছে। এ জন্য তারা ‘কুলিং গ্লাভস’ (শীতল গ্লাভস) এর বিষয়টিকেই বেশি গুরুত্ব দিচ্ছে

যাতে দলকে ঝুঁকিমুক্ত রাখা যায়। তারা দেখেছে বৈরী আবহাওয়ায় পুরো ৯০ মিনিট খেলায় অংশ নিলে একজন খেলোয়াড়কে কমপক্ষে পাঁচ পাউন্ড ওজন হারাতে হয়। এটি নার্ভ ও পেশির কার্যক্রমে ব্যাঘাত ঘটায়।

দি গাজ্জেত্তা দেল্লো স্পোর্টসের রিপোর্টে বলা হয়, বিশেষভাবে তৈরি গ্লাভস ব্যবহার করে ইতালির ফুটবলাররা জার্মানিতে সুফল পেয়েছে। যা খেলা শেষে খুব দ্রুত শরীরকে ঠাণ্ডা করে। তারা শীততাপ নিয়ন্ত্রিত সুইটের কথাও ভেবেছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে