বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৩০:৪৯

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় ‘অনশন’!

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় ‘অনশন’!

এক্সক্লুসিভ ডেস্ক : অনশন মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা বেড়িয়ে দেবে! তবে সেটা হতে হবে ৩ দিনের।

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, তিন দিন অনশনের ফলে শরীরের রোগপ্রতিরোধের অন্যতম উপাদান সাদা রক্তকণিকার উৎপাদন অনেক বেড়ে যায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টেলিগ্রাফ।

গবেষণায় জানা গেছে, যে কোন ধরনের বয়সের মানুষের ক্ষেত্রে এমনটি ঘটে। এমনকি বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রেও অনশনে উপকার পাওয়া যায়। আর গবেষকরা এ নতুন তথ্যকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবেই দেখছেন। কারণ এ সাদা রক্তকণিকাগুলো বাস্তবে সংক্রমণ প্রতিরোধে শরীরের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে।

আবার অনেক বিজ্ঞানী এটাকে ‘অস্বাস্থ্যকর’ আখ্যা দিয়ে অনশনের সমালোচনা করেন। তবে নতুন গবেষণায় তথ্য পাওয়ার পর তাঁদের অনেকেই এদিকে নজর দিচ্ছেন।

ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীরা জানান, যাদের দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা কমে গেছে, তাদের জন্য এটি উপকারী হতে পারে। ক্যান্সার রোগী কিংবা ক্যামোথেরাপি করা ব্যক্তিদেরও এ পদ্ধতি কাজে আসতে পারে। এছাড়া বৃদ্ধ বয়সে যাদের রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং নানা সাধারণ রোগে আক্রান্ত হয়, তাদের জন্যও এ পদ্ধতি কার্যকর হবে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রত্যেকবার দীর্ঘ অনশনের ফলে শরীরে সংরক্ষিত গ্লুকোজ ও ফ্যাট ব্যবহার করতে বাধ্য হয় শরীর। আর এর ফলে যে পরিবর্তন হয়, তাতেই স্টেম সেলভিত্তিক নতুন রোগপ্রতিরোধী রক্তকণিকা তৈরি বেড়ে যায়। এ প্রক্রিয়া মূলত শুরু হয় অনশনের পর খাওয়া শুরুর পর।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ক্যামোথেরাপি রোগীদের ক্ষেত্রে ৭২ ঘণ্টার অনশন ক্ষতিকর প্রভাব থেকে অনেকাংশে রক্ষা করে।

২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে