বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৩৫:৫৫

পুরুষের যে কাজ নারীর চোখে বিরক্তিকর!

পুরুষের যে কাজ নারীর চোখে বিরক্তিকর!

এক্সক্লুসিভ ডেস্ক : পুরুষ মানুষের বেশ কিছু কাজ নারীর চোখে খুবই বিরক্তিকর! শুনতে বিচিত্র মনে হলেও এমন কিছু কাজ আছে যেগুলো পুরুষের কাছে আহামরি মনে না হলে তার প্রেমিকা বা স্ত্রীর চোখে ভীষণ বিরক্তিকর।

আর এই বিরক্তিকর আচরণগুলোর কারণেই দু'জনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। এমনকি অনেকসময় সম্পর্ক ভেঙেও যায়। যেমন ধরা যাকÑ

ডেটিংয়ের সময় অন্য কাজ : ডেটিংয়ে যাবেন প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় আপনার প্রিয় মানুষটি অফিসের একটি জরুরি কাজে আটকে গেছেন। ডেটিংয়ের মুহূর্তে এমন কাজ করা বা অফিসে খুব জরুরি টেক্সট করা অনেক বেশিই বিরক্তিকর নারীদের কাছে।

অফিস থেকে এসে চুপচাপ থাকা : অনেক পুরুষই আছেন, যারা অফিস থেকে এসে চুপচাপ কিছুক্ষণ বিশ্রাম নিতে পছন্দ করেন। কারণ তারা সারাদিন বিরক্তিকর অফিস এবং ভ্রমণ করে বাসায় এসে বেশ ক্লান্ত হয়ে পড়েন। কোনো কথা বললে কোনো ধরনের উত্তরও দেন না। এক্ষেত্রে প্রায় প্রতিটি স্ত্রীর কাছেই বিষয়টি বিরক্তিকর মনে হবে।

সাজতে একটু সময় বেশি নিলে যখন আপনার সাথে খারাপ আচরণ করে : সাজগোজে নারীদের একটু দেরিই হয়। এ কারণে বেশিরভাগ পুরুষই বেশ খানিকটা রেগে যান। কোনো কোনো ক্ষেত্রে চিৎকার চেঁচামেচিও করেন। এমতাবস্থায় আপনার তাকে বেশ বিরক্তিকরই মনে হবে।

২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে