এক্সক্লুসিভ ডেস্ক : খালি বাড়িতে ঢুকে ১৭ লক্ষ ও ১২ লক্ষ মূল্যের রোলেক্স ঘড়ি চুরি করেছে চোরেরা। তার মধ্যে ১৭ লক্ষ টাকা মূল্যের ঘড়িটি মাত্র ১০০ টাকায় বেচল চোরেরা। অন্যটি ভেঙে পুরনো লোহালক্করের দোকানে বিক্রি করে কয়েক টাকা নিয়ে মহানন্দেই ছিল তারা। পরে দাম শুনে হা-হুতাশের শেষ নেই তাদের। ঘটনাটি ঘটেছে লখনৌয়ের গোমতী নগর এলাকায়।
পুলিশ জানায়, বাড়িটি বালিয়ার কংগ্রেসের এক নেতা পীষুষ মিশ্র-র। বাড়িটি বেশির ভাগ সময়ে খালিই পড়ে থাকত। যারা চুরি করতে ঢুকেছিল তারা এলাকারই সাধারণ ছিঁচকে চোর। প্রত্যেকেরই বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। ওই দু'টি ঘড়ি ছাড়াও তারা সোনার হার, আংটি এবং ক্যামেরাও চুরি করে তারা। এই চুরির পর পাশের একটি বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। পরে পুলিশের জেরায় সব স্বীকারও করে নেয়।
স্বীকারোক্তিতে পুলিশ জানতে পারে, ১৭ লক্ষ টাকা দামের রোলেক্সটি তারা একজন পান ওয়ালার কাছে মাত্র ১০০ টাকায় বিক্রি করে তারা। ১২ লক্ষেরটি ভেঙে কাবারির দোকানে কেয়ক টাকায় বেচে দেয়। পরে পুলিশের কাছে ঘড়িগুলির আসল দাম শুনে তো সকলের হা-হুতাশের শেষ নেই চোরেদের।
পুলিশ জানিয়েছে, চুরি যাওয়া জিনিস সবই উদ্ধার করা হয়েছে। ধৃতদের প্রত্যেককে কাউন্সেলিংয়ের জন্য হোমে পাঠানো হয়েছে।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এএস