৯১ বছর বয়সী গার্লফ্রেন্ড!
এক্সক্লুসিভ ডেস্ক : ভালোবাসার ক্ষেত্রে বয়সের ফারাক একটি বিরাট ব্যাপার। পুরুষের চেয়ে নারীর বয়স বেশি হলে সমাজ তা ভালো চোখে দেখে না। কিন্তু প্রেম মানে না জাতি-কুল-বয়স।
সবাইকে অবাক করে দিয়ে অসম প্রেমের এক বিস্ময়কর নজির গড়লেন কাইল জোন্স। তার বয়স ৩১ বছর। কিন্তু তার গার্লফ্রেন্ডের বয়স ৯১ বছর, যার নাম মার্জরি ম্যাককোল।
কাইল জর্জিয়ার অগাস্টার অধিবাসী।
তিনি জানান, ‘প্রত্যেক পুরুষের পছন্দ এবং রুচি আলাদা। কেউ পছন্দ করে কোঁকড়া চুল, কেউ শ্যামাঙ্গিনী, কেউ আবার অন্য কিছু। আমার পছন্দ বয়স্ক নারি।’
বয়সের পার্থক্য ৬০ বছর হলেও তারা আনন্দের সাথেই তাদের দিনগুলো উপভোগ করছেন।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস