বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:০৩:১৫

গোবর থেকে বিশুদ্ধ খাবার পানি!

গোবর থেকে বিশুদ্ধ খাবার পানি!

এক্সক্লুসিভ ডেস্ক : গরুর গোবর থেকে পরিশোধিত খারার পানি বের করার পদ্ধতি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। মিশিগান বিশ্ববিদ্যালয়ের রিসার্চাররা ম্যাকলানাইন নিউট্রিয়েন্ট সেপারেশন সিস্টম নামে এই পদ্ধতির সাহায্যের গোবর থেকে পানি বার করার কথা জানিয়েছেন তারা।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এই পদ্ধতির মাধ্যমে গোবর থেকে পানি এবং অন্যান্য কেমিক্যাল আলাদা করা যাবে। আর এই পুরো পদ্ধতিতে বাই প্রোডাক্ট হিসেবে শক্তি উৎপন্ন হয়। গোবর থেকে যে পানি পাওয়া যাবে, তা-ও পরিষ্কার এবং পানযোগ্য, এমনই জানিয়েছেন তারা।

এই প্রোজেক্টের সঙ্গে জড়িত প্রফেসর স্টিভ সফরম্যান জানান, ১ হাজারটি গরু বছরে গড়ে ১ কোটি গ্যালন গোবর দেয়। এর মধ্যে ৯০ শতাংশ পানি থাকে। কিন্তু কার্বন এবং অন্যান্য রাসায়নিকও বেশি পরিমাণে থাকে। যথাযত ব্যবস্থার মাধ্যমে এ সবই আলাদা করা যায়।

এই ম্যাকলানাইন নিউট্রিয়েন্ট সেপারেশন সিস্টম পদ্ধতির মাধ্যমে ১০০ গ্যালন গোবর থেকে ৫০ গ্যালন পানি উৎপাদন করা যেতে পারে বলে জানিয়েছেন তারা। সূত্র ওয়েবসাইট।

২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে