বাবার বয়স ১৫, মায়ের বয়স ৪২
এক্সক্লুসিভ ডেস্ক : ভাবতে অবাক লাগলেও সত্য যে, অসম বয়সের বাবা-মা জন্ম দিয়েছেন একটি শিশুর। সম্প্রতি ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডসের ডাডলিতে একটি শিশুর জন্ম হয়েছে।, তার মায়ের বয়স ৪২ আর বাবার বয়স ১৫।
মূল ঘটনা হলো ৪২ বছর বয়সী তিন সন্তানের মা হেলেন কার্টরিট ১৫ বছরের এক বালকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এ ঘটনায় হেলেনকে আটক করেছে পুলিশ। আর তাদের শারীরিক মেলামেশায় ওই সন্তানের জন্ম হয়।
কারণ তিনি অপ্রাপ্তবয়স্ক বালকের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে মা হয়েছেন। আদালত বিষয়টি নিশ্চিত হয়েছে। আদালত বলেছে, হেলেন সচেতনভাবেই ওই বালকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন।
এ ছাড়া সন্তান হওয়ার পরও তিনি ওই সম্পর্ক চালিয়ে যান। হেলেনের আইনজীবীও বলেছেন, হেলেন পুলিশের কাছে তার অপরাধ স্বীকার করেছেন।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস